অপারেশন সিঁদুরের বিস্তারিত আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে ভারত সরকারের তৈরি সর্বদলীয় প্রতিনিধিদল থেকে ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নেওয়ায় তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ির বানারহাটে তেরঙ্গা যাত্রা শেষে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বললে ফুফার ভোটব্যাঙ্ক নড়ে যাবে।এদিন শুভেন্দুবাবু বলেন, একটা খবর এখনও আপনারা পাননি। বাড়ি গেলে পাবেন। অপারেশন সিঁদুরের কথা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরতে প্রতিনিধিদল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সেখান থেকে নাম তুলে নিয়েছে কারা জানেন? তৃণমূল কংগ্রেস। কারণ পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে ফুফার ভোটব্যাঙ্ক নড়ে যাবে।তৃণমূলের দাবি, তাদের না জানিয়েই ইউসুফ পাঠানকে প্রতিনিধিদলের সদস্য নির্বাচিত করেছে কেন্দ্রীয় সরকার। এমনকী তাঁকে ফোন করে পাসপোর্টের বিস্তারিত চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। দলের সঙ্গে কোনও আলোচনা না করে একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তার থেকেও বড় কথা, বিদেশনীতি কেন্দ্রের এক্তিয়ারভুক্ত। সেখানে বিরোধী দলের কোনও ভূমিকা থাকার কথা নয়।সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রতিনিধি কে হবেন সেটা বিজেপি ঠিক করতে পারে। তৃণমূলের প্রতিনিধি কে হবে সেটা বিজেপি ঠিক করতে পারে না। গোটা বিশ্বকে পাকিস্তানের কার্যকলাপের ব্যাপারে জানানো উচিত। কিন্তু বিজেপি একতরফাভাবে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানব না।