ফের একবার মিড ডে মিলের খাবারে পোকা পাওয়া যাওয়ার ঘটনা ঘটল। এবার ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়াডহরি রামেশ্বর পল্লি শিশু আলয় কেন্দ্রে। জানা গিয়েছে, খাবারে পোকা থাকার প্রতিবাদে শিক্ষিকা এবং সহায়িকা স্কুলঘরে তালাবন্দি করে দেন অভিভাবকরা। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে নাকাশিপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শনিবার অভিযাবকরা অভিযোগ করেন, পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয়েছে, তাতে অনেক পোকা এবং তা খাওয়ার যোগ্য না। এরপরই সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা এবং সহায়িকাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষিকা এবং সহায়িকাকে এরপর জোর করে ক্লাসরুমে ঢুকিয়ে দেন অভিভাবকরা। বাইরে থেকে ঘরটিকে তালাবন্ধ করা হয়।বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোহ, বেশ কয়েক মাস ধরেই পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হচ্ছিল না। বন্ধ ছিল স্কুল। এরপর স্কুল খোলার পর থেকে যে খাবার দেওয়া হচ্ছে, তাতে পোকা থাকছে। পাশাপাশি অভিভাবকদের দাবি, খিচুড়ির সঙ্গে কোনও সবজি বা ডিম দেওয়া হয় না পড়ুয়াদের। শিক্ষিকারা অনিয়মিতভাবে স্কুলে আসেন বলে অভিযোগ। এই আবহে এলাকার স্থানীয় মহিলারা প্রতিবাদ করেন শনিবার। পরে বিক্ষোভরত মহিলাদের বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।সংবাদমাধ্যমের সামনে বিক্ষোভরত মহিলাদের দাবি, ‘পোকা ধরা চাল দিয়ে পড়ুয়াদের জন্য রান্না করা হয়। খাবার আসে না বলে একমাস স্কুল বন্ধ রাখা হয়েছিল।’ প্রসঙ্গত, এর আগেও বহুবার মিড ডে মিলের খাবারে পোকা, টিকটিকি এমন কি সাপ থাকারও অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই দীর্ঘ তাকিলাতেই নয়া সংযোজন নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়াডহরি রামেশ্বর পল্লি শিশু আলয় কেন্দ্র।