আইপিএলের শেষ লগ্নে হঠাতই ধূমকেতুর মতো জ্বলে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে তাদের শীর্ষে থাকার স্বপ্নে ধাক্কা দিয়েছে প্যাট কামিনস ব্রিগেড। টস হেরে যখন হায়দরাবাদ ব্যাট করতে এসেছিল, তখন অনেকেই মনে করেছিল হয়ত এই উইকেটে ১৭০+ রান যথেষ্ট। কিন্তু অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডদের ভালো শুরুর পর মোমেন্টাম পেয়ে যায় তারা।
ঈশান কিষান এসে এরপর তাণ্ডব চালিয়ে দেন আরসিবি বোলারদের ওপর। প্রথম ৪ ওভারেই অভিষেকরা তুলেছিলেন ৫০র বেশি রান। সঙ্গে ঈশানের ৪৮ বলে ৯৪ রানের ইনিংসই সানরাইজার্সকে পৌঁছে দেয় ২৩১ রানে, যা তাড়া করতে নেমে খেই হারিয়ে ফেলে আরসিবির মিডিল অর্ডার। ৪২ রানে ম্যাচ হারায় টপ টুতে শেষ করার স্বপ্ন কার্যত অথৈ জলে ডুবে গেল বিরাটদের।
এক মরশুমে সব থেকে বেশি ২০০+ স্কোর
এদিকে এই ম্যাচে সানরাইজার্স ব্রিগেড ২০০র গণ্ডি টপকানোর সঙ্গে সঙ্গেই বিরল এক নজির তৈরি হল। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ৪২ ইনিংসে ২০০- র বেশি স্কোর উঠলো। এক মরশুমে ২০০ ওঠার নিরিখে গত বছরের রেকর্ড চাপিয়ে গেল এবার। ২০২৪ আইপিএলে ৪১ ইনিংসে ২০০+ রান উঠেছিল। ২০২৩ সালে ৩৭ ইনিংসে উঠেছিল ২০০+ রান। ২০২২ সালে ১৮ ইনিংসে ও ২০১৮ সালে ১৫ ইনিংসে ২০০+ রান উঠেছিল এক আইপিএলে।
সবথেকে বেশিবার ২০০+ স্কোর GT-র
চলতি মরশুমে সব থেকে বেশি ৭বার ২০০+ স্কোর করেছে গুজরাট টাইটানস। তার পরেই রয়েছে পাঞ্জাব কিংস, তারা ৬বার ২০০+ রান করেছেন। লখনউ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে ৫বার করে ২০০র গণ্ডি টপকেছেন।কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২৫- এ চারবার ২০০+ রান করেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ বার ২০০+ রান তুলেছে এই মরশুমে। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ২বার করে আইপিএলে ২০০র গণ্ডি টপকেছেন।
প্রথমে ব্যাট করে SRH করে ৬ উইকেটে ২৩১ রান। ঈশানের ৯৪ ছাড়া ১৭ বলে ৩৪ রান করেন ওপেনার অভিষেক শর্মা। ৯ বলে ২৬ রানের ক্যামিও খেলেন অনিকেত বর্মা। ক্লাসেন করেন ২৪ রান। পাল্টা ফিল সল্ট ৬২ এবং বিরাট কোহলি ৪৩ রান করলেও আরসিবির মিডল অর্ডার ম্যাচ জেতাতে ব্যর্থ হয়।