জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নেওয়ার ইচ্ছা থাকে অনেকেরই। লক্ষ্যমাত্রাও থাকে। সাধারণত প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণার সময় মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানাধিকারীর নাম ঘোষণা করে পর্ষদ। কোনও কোনও স্থানে তো অনেক পড়ুয়া থাকে। গতবারই যেমন মাধ্যমিকের মেধাতালিকায় ৬৪ জনের নাম ছিল। এবারের মেধাতালিকায় কতজনের নাম থাকে, সেটা জানতে অনেকেই মুখিয়ে আছেন।
আর মাধ্যমিকের ফলাফলের কাউন্টডাউনের আবহেই গতবারের সেই মেধাতালিকা দেখে নিন। তার আগে অবশ্য দেখে নিন যে এবার কখন মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে এবং কখন থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
১) সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে।
২) ওয়েবসাইটে দেখা যাবে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে। হিন্দুস্তান টাইমস বাংলা এবং মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে।
HT বাংলা থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখুন এখানেই
মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা (গতবারের)
প্রথম স্থানাধিকারী: চন্দ্রচূড় সেন, রামভোলা হাইস্কুল (কোচবিহার), প্রাপ্ত নম্বর ৬৯৩।
দ্বিতীয় স্থানাধিকারী: সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল (পুরুলিয়া), প্রাপ্ত নম্বর ৬৯২।
তৃতীয় স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৯১): ১) উদয়ন প্রসাদ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)। ২) পুষ্পিতা বাঁশুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুল (বীরভূম)। ৩) নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)।
চতুর্থ স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৯০): ১) তপজ্যোতি মণ্ডল, কামারপুর রামকৃষ্ণ মিশন মাল্টিপাপাস স্কুল (হুগলি)। ২) অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)।
পঞ্চম স্থান স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮৯): ১) অর্ঘ্যদীপ বসাক, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল (পূর্ব বর্ধমান)। ২) সাত্বত দে, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)।
ষষ্ঠ স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮৮): ১) কৃশানু সাহা, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)। ২) মহম্মদ শাহাবুদ্দিন আলি, মোজামপুর হাইস্কুল (মালদা)। ৩) কৌস্তভ সাহু, মেদিনীপুর কলেজিয়েট স্কুল (পশ্চিম মেদিনীপুর)। ৪) আবৃত্তি ঘটক, বালুরঘাট গার্লস হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)।
সপ্তম স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮৭): ১) আসিফ কামাল, মাথাভাঙা হাইস্কুল (কোচবিহার)। ২) আবৃত্তি ঘটক, বালুরঘাট গার্লস হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর। ৩) অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)। ৪) অরিত্রিক সাউ, সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (বীরভূম)। ৫) সুপমকুমার রায়, জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)।
৬) কৌস্তভ মাল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন। ৭) আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)। ৮) ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)। ৯) শুভ্রদীপ দাস, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদা)। ১০) সৌমাশিস দাস, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)।
অষ্টম স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮৬): ১) ইন্দ্রাণী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল (পূর্ব বর্ধমান)। ২) দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান)। ৩) তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুল (পশ্চিম মেদিনীপুর)। ৪) হৃদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল (নদিয়া)।
নবম স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮৫): ১) রৌণক ঘোষ, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)। ২) অস্মিতা চক্রবর্তী, বাউল পরমেশ্বর হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)। ৩) বিশালচন্দ্র মণ্ডল, মোজামপুর হাইস্কুল (মালদা)। ৪) আমিনুল ইসলাম, মোজামপুর হাইস্কুল (মালদা)। ৫) চন্দ্রদীপ দাস, সাঁইথিয়া টাউন হাইস্কুল (বীরভূম)। ৬) অরুণিমা চট্টোপাধ্যায়, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল (বাঁকুড়া)। ৭) অন্বেষা ঘোষ, ঝাড়গ্রাম রানি বিনোদিনী মঞ্জরি গভর্নমেন্ট গার্লস হাইস্কুল। ৮) ধৃতিমান পাল, মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুল (পশ্চিম মেদিনীপুর)।
৯) সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাইস্কুল) (পূর্ব মেদিনীপুর)। ১০) সাগর জানা, রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাইস্কুল) (পূর্ব মেদিনীপুর)। ১১) সাগ্নিক ঘটক, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন (পূর্ব মেদিনীপুর)। ১২) জিষ্ণু দাস, চাকদা রামলাল অ্যাকাডেমি। ১৩) ঋত্বিক দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)। ১৪) সায়নদীপ মান্না, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)। ১৫) অরণ্যদেব বর্মণ, শ্যামপুর হাইস্কুল (হাওড়া)। ১৬) আকিফ তাহামিদ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদা)।
দশম স্থানাধিকারী (প্রাপ্ত নম্বর ৬৮৪): ১) ভৌমি সরকার, রায়গঞ্জ হাইস্কুল (উত্তর দিনাজপুর)। ২) বিশাল মণ্ডল, মোজামপুর হাইস্কুল (মালদা)। ৩) সৌভিক দত্ত, বাঁকুড়া জেলা স্কুল (বাঁকুড়া)। অনীশ কোনার, কাটোয়া কাশীরামদাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান)। ৫) মৌর্য পাল, সুলতানপুর তুলসিদাস বিদ্যামন্দির (পূর্ব বর্ধমান)। ৬) অর্ণব বিশ্বাস, পারুলডাঙা নসরতপুর হাইস্কুল (পূর্ব বর্ধমান)। ৭) সম্পূর্ণা তাহ, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল। ৮) নীলাঙ্কন মণ্ডল, এলিট কো-এডুকেশন স্কুল (হুগলি)।
৯) সৌমিক খাঁ, তালড্যাংরা ফুলমতী হাইস্কুল (বাঁকুড়া)। ১০) সৌম্যদীপ মণ্ডল, গড় রায়পুর হাইস্কুল (বাঁকুড়া)। ১১) অগ্নিভ পাত্র, মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)। ১২) সম্পদ পারিয়া, কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)। ১৩) ঋতম দাস, কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)। ১৪) শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা), প্রাপ্ত নম্বর ৬৮৪। ১৫) ইশান বিশ্বাস, সারদা বিদ্যাপীঠ হাইস্কুল (দক্ষিণ ২৪ পরগনা)।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
১৬) স্বর্ণালী ঘোষ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন (উত্তর ২৪ পরগনা)। ১৭) প্রাঞ্জল গঙ্গোপাধ্যায়, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল (উত্তর ২৪ পরগনা)। ১৮) সোমদত্তা সামন্ত, কমলা গার্লস হাইস্কুল (কলকাতা)। ১৯) সাগ্নিক সাহা, বালুরঘাট হাইস্কুল (দক্ষিণ দিনাজপুর)। ২০) সাগ্নিক মাইতি, তমলুক হ্যামিলটন হাইস্কুল (পূর্ব মেদিনীপুর)। ২১) অর্নিবাণ মণ্ডল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট (পূর্ব বর্ধমান)। ২২) ধ্রুবজ্যোতি মণ্ডল, বামনগ্রাম এইচএমএএম হাইস্কুল (মালদা)।