ব🐲ৃহস্পতিবার শেষ হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর পরীক্ষা শেষ হতেই উদ্বেগজনক ছবি ধরা পরল রাজ্যের বিভিন্ন জেলায়। রাস্তায় পড়ে থাকতে দেখা গেল। অজস্র বই, খাতা বা জেরক্সের টুকরো। সাধারণত মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই নেচে বা আবির খেলে পড়ুয়াদের উল্লাস করতে দেখা যায়। তবে এবার বই, খাতা বা জেরক্স ছিঁড়ে সেগুলি রাস্তায় উড়িয়ে সেলিব্রেশন করতে দেখা গেল পরীক্ষার্থীদের। এমনই ছবি ধরা পড়েছে আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে বীরভূম, উত্তর ২৪ পরগনা, মালদা, কলকাতা-সহ বিভিন্ন জেলায়। পরীক্ষার্থীদের এমন কাণ্ডে হতবাক হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু শিক্ষক, নেট🌼িজেনরা।
আরও পড়ুন: কেমন হল মাধ্যমিক?♒ ঘুরে দেখে বড় আপডেট পর্ষদ কর্তার, ফলাফল নি🀅য়েও মুখ খুললেন
জানা যাཧচ্ছে, এইসব জেলার বিভিন্ন এলাকায় পরীক🎉্ষা কেন্দ্রগুলির কাছাকাছি রাস্তা জুড়ে শুধুই বই এবং খাতার টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে। কার্যত বউয়ের ছেঁড়া পাতায় রাস্তা ঢেকে যাওয়ার মতো অবস্থা। কিন্তু, কেন এভাবে বই ছিঁড়ে পরীক্ষা শেষ উদযাপন করল করল মাধ্যমিকের পরীক্ষার্থীরা?
এ বিষয়ে এক পড়ুয়ার বক্তব্য, যে এখন মাধ্যমিক পরীক্ষায় বসলেই পাশ করা যায়। তাই বই রেখে লাভ ন🦋েই। আবার আরও একজনের বক্তব্൲য, টুকলি করার জন্য বইয়ের পাতা ছিঁড়েছিল। কিন্তু, কড়া গার্ড থাকার কারণে তা করতে পারেনি। পড়ুয়াদের এমন কাণ্ড দেখে নেটিজেনরা অনেকেই নতুন প্রজন্মকে ধিক্কার জানিয়েছেন।
শিক্ষা মহলের বিশিষ্টরাও পড়ুয়াদের এমন কাণ্ডে হতবাক হয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন এক সদস্য এ বিষয়ে জানিয়েছেন, পড়ুয়াদের এমন কাণ্ডের প𝐆িছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। তাঁর মত༺ে, বর্তমান প্রজন্ম মোবাইলে বেশি মত্ত। ফলে তাদের সঙ্গে বইয়ের সেরকম সম্পর্ক তৈরি হয়নি। তাছাড়া, তাদের কাছে বইয়ের থেকে টিউশন শিক্ষকের নোটসই বেশি গুরুত্ব ছিল।
পড়ুয়াদের এমন উল্লাসের সমালোচনা করেছেন শিক্ষাবিদরা। অনেকের বক্তব্য, পড়ুয়ারা নিম্নরুচির পরিচয় দিয়েছে। আবার অনেকে বলছেন, বই দরিদ্রদের দান করা যেত। তাতে তারা পড়ার সুযোগ পেত। এℱ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এ দৃশ্য তাদেরও নজরে এসেছে। যে সব জায়গায় এই ঘটনা ঘটেছে, সেখান থেকে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।