অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে। এবার এই ঘটনায় ওই অধ্যাপককে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল। রবিবার দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।হরিয়ানা রাজ্য মহিলা কমিশন এই অধ্যাপকের মন্তব্যের নজরদারি করার পরে এই ঘটনা ঘটে। দুই দিনের পুলিশি হেফাজতে থাকার পর সোনিপতের জেলা আদালতে ওই অধ্যাপককে পেশ করা হয়। (আরও পড়ুন: 'পহেলগাঁওতে হাত পাকিস্তানের', USA যাই করুক, ভারতকে🉐 সমর্থন আরও এক 'বন্ধুর')
আরও পড়ুন-'আমেরিকা যদি রানাকে ফেরাতে 𝄹পারে, পাকিস্তান কে📖ন...,' বড় দাবি ভারতীয় রাষ্ট্রদূতের
মঙ্গলবার মাহমুদাবাদের আইনজীবী কপিল বালিয়ান বলেন, 'পুলিশ আদালতে অধ্যাপককে আরও সাত দিন নিজেদের হেফাজতে আবেদন করেছিল। আমরা পুলিশি হেফাজত বাড়ানোর বিরোধিতা করেছি... এরপর আদালত তাঁকে ২৭ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।' এই মামলার পরবর্তী শুনানি হবে ওই দিনই।এদিকে, অশোকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, সুপরিকল্পিত ভাবে গ্রেফতার করা হয়েছে মাহমুদাবাদকে। তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য। (আরও পড়ুন: আগে থেকে প্রশ্নপত্র পেয়েও ড🌳াহা ফেল পাকিস্তান? ISI গুপ্ꦗতচর জেরায় মিলল নয়া তথ্য)
আরও পড়ুন: কাশ্ম𒊎ীরি মস👍জিদ ক্ষতিগ্রস্ত করেছিল পাক, আবারও সেখানে আজান ফেরাল ভারতীয় সেনা
সম্প্রতি ফেসবুকে অধ্যাপক মাহমুদাবাদ অপারেশন সিঁদুর নিয়ে উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশির প্রেস কনফারেন্সকে 'হিপোক্রেসি' বলে উল্লেখ করেছিলেন। এমনকী এই পোস্টে তিনি লেখেন, 'আমি খুব খুশি যে অনেক দক্ষিণপন্থী ভাষ্যকার কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তারা সম্ভবত একইভাবে জোর গলায় তারা এটা দাবি করতে পারছেন না যে সমস্ত ভারতীয় নাগরিক বিজেপির ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কারণে, অনৈতিক বুলডোজার চালিয়ে ঘর নষ্ট করে দেওয়ার কারণে, গণপিটুনির শিকার হয়ে নিগৃহীত হয়েছেন তারা কী আগামীতে সুরক্ষিত থাকবে দেশে?' এরপরেই ওই অধ্যাপককে হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের তরফে একটি নোটিশ পাঠানো হয়।সমনের জবাবে অধ্যাপক মাহমুদাবাদ বলেন, অপারেশন সিঁদুর এবং এর সঙ্গে জড়িত মহিলা অফিসারদের উপর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট মোটেও নারীবিদ্বেষী ছিল না, অযথা তাকে সেন্সর করা হচ্ছে। (আরও পড়ুন: 'গার্ডিয়ান𝔉' হুঙ্কার ছাড়া বাংলাদেশই এখন হাতজোড় করে মিনমিন করছে ভারতের সামনে)
আরও পড়ুন: হেরে যাওয়া লড়াই উদযাপনে দেদার খরচের প♔রই ফের হাত পাতবে পাকিস্তান!
রবিবার অ্😼যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলꦜিশ অজিত সিং জানান, আলি খান মাহমুদাবাদকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। হরিয়ানার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক যোগেশ জাঠেরি শনিবার সোনপত জেলার রাই থানায় এই মামলা দায়ের করেন বলেই জানা গিয়েছে।