বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল কোচবিহারের মেখলিগঞ্জ থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৭ জনই বাংলাদেশের নাগরিক। বুধবার একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকই তাদের অনুপ্রবেশে সাহায্য করেছিল।মেখলিগঞ্জ থানা সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে কয়েকজন অনুপ্রবেশকারী। একটি গাড়ি ভাড়া নিয়ে আসছে তারা। সঙ্গে সঙ্গে রাস্তায় তল্লাশি শুরু করেন আধিকারিকরা। একটি চার চাকা গাড়িতে সন্দেহভাজন কয়েকজনকে জেরা শুরু করেন তাঁরা। জেরায় অনুপ্রবেশের দায় স্বীকার করে নেয় অভিযুক্তরা। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছেন সুষমা বিশ্বাস (১৮), চন্দন বিশ্বাস (২৬), উপজিতা রানি দাস ও বাসুদেব চন্দ্র দাস। এছাড়া ১ নাবালিকা ও ২ শিশু ছিল তাদের সঙ্গে।পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে গাড়ি চালক মোস্তাকই তাদের সীমান্ত পার করতে সাহায্য করেছে। এর পর গাড়িতে করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল তারা। ধৃতরা কেন অনুপ্রবেশ করল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।