সম্প্রতি স্টার জলসার তরফে চিরসখা ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে যে স্বতন্ত্র তার মনের কথার আভাস দিচ্ছে কমলিনীকে। কিন্তু কি সে সোজাসুজি জানাবে বৌঠানকে ভালোবাসার কথা? বিয়ে করবে?
আরও পড়ুন: নোবেল 'নারী বিদ্বেষী বলেই ধর্ষণ করেছেন', দাবি তসলিমার! বললেন, ‘সারেগামাপায় ওকে নিয়ে আদিখ্যেতা...’
কী ঘটেছে?
এদিন যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে স্বতন্ত্র এবং কমলিনী মুখোমুখি। বৌঠানকে সে বলছে যে এটা ঠিক যে তার বৌঠান অর্থাৎ কমলিনী কখনই তাঁকে বিয়ে করতে বারণ করেনি। বা সংসারী হতে নিষেধ করেনি। বরং বারবার বলেছে বিয়ে করতে। আবার এই কথাও ঠিক যে স্বতন্ত্র তার জন্যই সংসারী হয়নি। নতুন ঠাকুরপোর মুখে এই কথা শুনে চমকে ওঠে কমলিনী।
এরপর স্বতন্ত্রকে বলতে শোনা যায়, 'মোদ্দাকথাটা বলেই দিই। আমি যা বললাম তার সার অর্থ কী হয় বৌঠান?' এখানেই প্রোমো থামলেই দর্শকদের মনে প্রশ্ন ওঠে স্বতন্ত্র কি তবে কমলিনীকে এবার বিয়ের প্রস্তাব। সেও বা কি সেই প্রস্তাব মানবে? যদি মানে তাহলে দুই পরিবারে কোন ঝড় উঠবে? কী অপেক্ষা করে আছে তাদের জীবনে? উত্তরটা সময়ই দেবে।
এদিকে যখন স্বতন্ত্রর বিয়ের কথা চলছে তখন অন্যদিকে কমলিনীর ছোট ছেলের বিয়ের কথাও চলছে। সে যখন বলে যে মিঠির দায়িত্ব সে কী করে নেবে সে তো তেমন উপার্জন করে না। তার পিসি কথার রেশ ধরে বলে মিঠি নিজে এসে এই বাড়ির অনেক দায়িত্ব নেবে। তাদের এই কথা শুনে কমলিনীর বড় বৌমা খোঁচা দিতে ছাড়ে না। আবার অন্যদিকে স্বতন্ত্রর বাড়ি তাকে ফিরিয়ে দেওয়ার কথাবার্তাও চলছে কমলিনীদের বাড়িতে।
আরও পড়ুন: আর কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করবেন না অমিতাভ! বিগ বি-কে রিপ্লেস করছেন এই তারকা?
আরও পড়ুন: বারংবার স্ক্যামের শিকার হয়েছেন অফিস পাড়ার নন্দিনী দিদি! মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কী করানো হয়েছে?
ফলে সবটা মিলিয়ে যে চিরসখা ধারাবাহিকটি দারুণ জমজমাট হয়ে উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন গল্পে কোন মোড় আসে কী ঘটে সেটাই দেখার।