আজ, সোমবার কলকাতার দলীয় অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত﷽ পাত্র। আর বাংলায় পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া বাক্যবাণ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আজ সল্টলেকের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যের মূল নিশানা ছিলেন রাহুল গান্ধী। আর তাতেই বাংলার মুখ্যমন্ত্রী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ঠিক করেছেন তিনি কোন পক্ষে আছেন? বারবার মত বদল করেন তিনি বলে অভিযোগ সম্বিত পাত্রের।
ঠিক কী বলেছেন সম্বিত? এদিকে রাহুল গান্ধীকে নিয়ে সুরাটের আদালত যে রায় দিয়েছে এবং সেই রায়ের বিরুদ্ধে কংগ্রেসের 💙অবস্থান নিয়ে তুলোধনা করেন সম্বিত। আর সাংবাদিক বৈঠকের শেষে সম্বিতকে মমতার বিরোধিতা নিয়ে প্রশ্ন করা হয়। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে জানানো হলে তিনি বলেন, ‘আমি তো অবাক হয়ে যাই। মমতা সকালে এক রকম কথা বলেন, সন্ধ্যায় আর এক রকম। সকালে ফুল নিয়ে গান্ধী পরিবারের কাছে যান, সন্ধ্যায় আবার বলেন রাহুলের দ্বারা হবে না। আগে মমতাজিকে জিজ্ঞাসা করে আসুন, রাহুলের দ্বারা কিছু হবে? না হবে না? আগে আপনি নিজে বুঝুন যে রাহুলকে দিয়ে কী হবে আর কী হবে না।’
কংগ্রেসকে কী কটাক্ষ করলেন? আজ, সোমবার সুরাট আদালতের দ𓆏্বার🌳স্থ হচ্ছেন রাহুল গান্ধী। তার প্রাক্কালে কলকাতা থেকে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করলেন সম্বিত পাত্র। তাঁর কথায়, ‘পরিবারের লোক ও কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে চাপ তৈরি করতে যাচ্ছেন সুরাটে। আপনি কি এই আচরণে বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছেন? আজ গুজরাটে আপনি আগুনে ঘৃতাহুতি করতে যাচ্ছেন, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে যাচ্ছেন। কেন দেশের বিচারব্যবস্থার প্রতি 🐽রাহুলের আস্থা নেই? কেন🔯 ওবিসি সম্প্রদায়কে অপমান করেও তিনি ক্ষমা চেয়ে নেননি? আদালতে সে সুযোগ তো তাঁর ছিল।’