এবার কলেজ স্ট্রিটের গণ্ডি পেরিয়ে শ্রীরামপুরে পা রাখতে চলেছে কফি হাউস। সেজন্য ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি চলছে। প্রচার করা হচ্ছে, 'কলকাতার কফি হাউসের সেই আড্ডাটা এবার শ্রীরামপুরে।'দীর্ঘদিনের ঐতিহ্য জড়িয়ে রয়েছে কফি হাউসের সঙ্গে। আজও কলকাতায় পর্যটনের তালিকায় রাখা হয় কলকাতার কফি হাউসকে। বহু প্রথিতযশা কবি, সাহিত্যিক, নাট্যকার, বিজ্ঞানীর পা পড়েছে এই কফি হাউসে। তবে কবে শ্রীরামপুরে কফি হাউসের উদ্বোধন হবে, তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে বা ২০২৩ সালের শুরুর দিকে শ্রীরামপুরে কফি হাউসের দরজা খুলে দেওয়া হতে পারে। সেইমতোই প্রস্তুতি চলছে।