বিজেপিতে যোগদানে শেষ মুহূর্তে জটিলতা। ইস্তফাপত্রে ত্রুটি খুঁজে বার করে তাপসেরꦺ ইস্তফা গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তাপসবাবু জানিয়েছেন বুধবার সন্ജধ্যাতেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি।
সোমবার বিধায়ক পদে ইস্তফা দেন তাপস রায়। বিধানসভায় গিয়ে স্পিকারের সামনে সই করে ইস্তফাপত্র জমা দেন তিনি। এর পর বিধি মেনে বুধবার তাপসবাবু✱কে ডেকে পাঠান স্পিকার। সেই তলবে বুধবার দুপুর ৩টেয় বিধানসভায় পৌঁছন তাপস রায়। এর পর স্পিকার জানান, ‘তাপস রায় আমাকে যে ইস্তফা দিয়েছিলেন তাতে ত্রুটি রয়েছে। উনি রীতি মেনে ইস্তফাপত্র লেখেননি। তাই সেই ইস্ওতফাপত্র গ্রহণ করিনি। ওনাকে বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে ইস্তফা দিতে বলেছি। উনি ইস্তফা দিলে আমি বিবেচনা করব।’
আরও পড়ুন: গঙ্গার নীচে তৈরি হল 🍌ইতিহাস, পড়ুয়াদের নিয়ে মে🤡ট্রোয় চাপলেন মোদী, দেখুন ভিডিয়ো
ওদিকে বৃহস্পতিবার বিকেল ৫টায় 𒉰বিজেপিতে যোগদানের কথা তাপস রায়ের। সূত্রের খবর, বিধায়ক পদে ইস্তফা গৃহীত🎐 না হলেও এদিনই বিজেপিতে যোগদান করবেন তিনি। ফলে বিধায়ক পদে থেকেই দলবদল করতে হচ্ছে তাপস রায়কে।
সജূত্রের খবর, তাপসবাবুর বউবাজারের বাড়িতে যাবেন কলকাতা জেলা বিজেপির ন♏েতারা। তাপসবাবুকে নিয়ে বিধাননগরের অফিসে যাবেন তাঁরা। সেখানে বিজেপিতে যোগদান করবেন তাপসবাবু।
আরও পড়ুন: ‘গোটা বাংলায় সন্দ🍌েশখালির ঝড় উঠবে’, মমতার সরকারকে উৎখাতের ডাক ম🌠োদীর
ওদিকে তাপস রায়ক♎ে বিজেপিকে কলকাতা উত্তর আসনে লোকসভা নির্বাচনের প্রার্থী করতে পারে বলে গুঞ্জন চলছে✃। তবে এব্যাপারে তাপসবাবু বা বিজেপি কোনও পক্ষেই মুখ খোলা হয়নি।
তৃণমূলের দাবি, আগেই বি☂জেপিতে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিলেন তাপস রায়। বাড়িতে ইডি হানার ব্যাপারটিকে তিনি ঢাল করছেন মাত্র। বিজেপির সঙ্গে তাঁর কোনও বোঝাপড়া হয়েছে বলে দাবি তৃণমূলের।