রাতভর প্রবল বৃষ্টিতে বেলেঘাটায় ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ির একাংশ। তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আহত হয়েছেন তাঁর বছর ৪৫-র ছেলে।বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ৫৫ নম্বর বেলেঘাটা মেন রোডের ওই একতলার বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান সত্তরোর্ধ্ব বৃদ্ধা, তাঁর ছেলে, বউমা ও নাতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে ছেলে, বৌমাকে ও নাতিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। কিন্তু প্রায় ঘণ্টাতিনেক আটকে থাকার পর সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা চলছে প্রৌঢ়ের।গত কয়েকদিনের বৃষ্টিতে মধ্য ও উত্তর কলকাতায় বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। বন্দর এলাকার বাসিন্দাদেরও জলযন্ত্রণার শিকার হতে হচ্ছে। তবে বৃহস্পতিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকায় রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বেশি সংখ্যক গাড়ি বেরোয়নি। ফলে জল জমার কারণে যে যানজট তৈরি হয়, বৃহস্পতিবার সেই দুর্ভোগ পোহাতে হয়নি।