২০১১ সালে ভোটের সময় জ্যোতিপ্রিয় নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন। হলফনামা অনুযায়ী, সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭১ লক্ষ ১১ হাজার ৫১৪ টাকা। ২০২১ সালের নির্বাচনে তিনি কমিশনকে যে হলফনামা দিয়েছিলেন তাতে তিনি জানিয়েছিলেন, তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার টাকা।
জ্যোতিপ্রিয় মল্লিক। ফাইল ছবি
রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী গ্রেফতার হওয়ার পরেই তাঁর সম্পত্তি নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি গত ১০ বছরে কয়েক গুণ বেড়েছে। শুধু মন্ত্রীর সম্পত্তিই বাড়েনি, মন্ত্রীর স্ত্রীর সম্পত্তিও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
২০১১ সালে ভোটের সময় জ্যোতিপ্রিয় নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন। হলফনামা অনুযায়ী, সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৭১ লক্ষ ১১ হাজার ৫১৪ টাকা। তবে ২০২১ সালের নির্বাচনে তিনি কমিশনকে যে হলফনামা দিয়েছিলেন তাতে তিনি জানিয়েছিলেন, তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির পরিমাণ গত ১০ বছরে প্রায় সাড়ে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও ২০১৬ সালের নির্বাচনে জ্যোতিপ্রিয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ কমে ৬২ লক্ষ ২২ হাজার ৫৪৮ টাকা ছিল। অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তির পরিমাণ গত ১০ বছরে ২৬ গুণ বেড়েছে। শতাংশের হিসেবে সেই বৃদ্ধির পরিমাণ হল ২৫০২ শতাংশ।
হলফনামা অনুযায়ী, ২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি ছিল ৯ লক্ষ ১৪ হাজার ৯৩০ টাকা। কিন্তু, ২০২১ সালে দেওয়া হলফনামা অনুযায়ী সেই সম্পত্তি বেড়ে হয়েছে ২ কোটি ৩৮ লক্ষ ৯ হাজার ৭০৮ টাকা। আয়ের উৎস হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু জানিয়েছিলেন, তাঁর পেশা ওকালতি। বেতনই হল তাঁর আয়ের উৎস। অন্যদিকে, তাঁর স্ত্রীর আয়ের কোনও উৎস নেই। তিনি একজন গৃহিনী। এই অবস্থায় জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি কীভাবে বাড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে।