ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন, বলিউডের অন্যতম পাওয়ার কাপল। তবে যখন এই দম্পতির বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল, তখন খুব স্বাভাবিকভাবেই মন ভেঙে যায় ভক্তদের। অনেকেই মেনে নিতে পারেননি গোটা ব্যাপারটা। তবে এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবে মাথা ভর্তি সিঁদুর পড়ে নিজের বিয়ে নিয়ে তৈরি হওয়া গুজবের অবসান ঘটালেন ঐশ্বর্য।
কান চলচ্চিত্র উৎসবে এই বছর বেশ কয়েকজন অভিনেত্রীকেই দেখা যায় ভারতীয় সাজে সাজতে। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে অদিতি রাও হায়দারি, শাড়ি পরে ভারতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে উপস্থাপন করেন বলি অভিনেত্রীরা। তবে যার জন্য প্রথম থেকে অপেক্ষা করেছিলেন সকলেই সেই ঐশ্বর্য রাই বচ্চনের লুক দেখে রীতিমতো স্তম্ভিত সকলে।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা রঙের বেনারসি, সঙ্গে ছিল এমেরাল্ড পিঙ্ক জুয়েলারি। শাড়ির সঙ্গে ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ ও ওড়না। তবে গোটা সাজে সব থেকে বেশি নজর কেড়েছে ঐশ্বর্যের সিঁথিভর্তি সিঁদুর। এই সাজের মাধ্যমেই যেন তিনি সপাটে বন্ধ করলেন সমালোচকদের মুখ।
তবে ঐশ্বর্য এবং আরাধ্যা যখন কান চলচ্চিত্র উৎসবের জন্য সুদূর ফ্রান্সে রয়েছেন, তখন অভিষেক রয়েছেন মুম্বইয়ে। স্ত্রীর অনুপস্থিতিতে ছবি শিকারীদের আড়ালে অভিষেককে দেখা গেল এক বলি সুন্দরীর সঙ্গে ডেটে যেতে। কে তিনি?
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
না, একেবারেই যা ভাবছেন তা নয়। ঐশ্বর্যের অনুপস্থিতিতে মা জয়া বচ্চনকে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন অভিষেক বচ্চন। সঙ্গে ছিলেন ‘ককটেল’ খ্যাত অভিনেত্রী ডায়না পেন্টি। ব্যাপারটা চুপিসারে হলেও এক ছবি শিকারির ক্যামেরায় ধরা পড়ে যান ৩ তারকা।
এদিন হালকা সবুজ রঙের একটি চুড়িদার পরেছিলেন জয়া, ডায়না পরেছিলেন একটি ডেনিম জিন্স এবং টপ। ক্যাজুয়াল পোশাকে ছিলেন অভিষেক। তবে হঠাৎ ডায়নাকে নিয়ে মায়ের সঙ্গে ডেটে কেন গেলেন অভিষেক, তাও আবার স্ত্রীর অনুপস্থিতিতে, আবার নতুন প্রশ্ন তৈরি নেট পাড়ার বাসিন্দাদের মনে।