গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এই অভিযোগ তুলে এবার রাজভবনে বিজেপির প্রতিনিধিদল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তাঁরা। প্রতিনিধিদলের নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যপালের কাছে নালিশ জানাতে গিয়েছেন তাঁরা। বিজেপির একাধিক বিধায়কও ওই প্রতিনিধিদলে রয়েছেন। বিধানসভা থেকে মিছিল করে তাঁরা রাজভবনের দিকে রওনা দেন।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ২২জন বিধায়ক রাজভবনে এসেছিলাম। রাজ্যপাল চেন্নাইতে আছেন। আমি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে মাঝরাতে মেইল করে মোমিনপুরের ঘটনা জানিয়েছি। পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাটা দেখুন! কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন? আমরা বাঙালি হিন্দুদের আর উদ্বাস্তু হতে দিতে পারব না। অবিলম্বে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পাঠাতে হবে এটা আমাদের প্রথম দাবি।
শুভেন্দু আরও বলেন, রাজ্যপাল মহোদয় পরামর্শ দিন মুখ্যসচিবকে, যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন।কারণ ৫ হাজারের বেশি হিন্দু ঘরছাড়া হয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছেন। কলকাতা পুলিশের সিপিকে চ্যালেঞ্জ করছি আপনার তিনজন সিনিয়র পুলিশ অফিসার তাঁরা এই জেহাদিদের হাতে আক্রান্ত হয়েছেন। যাঁদের মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই বলেন। তিনজন আইপিএস হাসপাতালে আছেন। বিরোধী দলনেতার বক্তব্য যদি মিথ্যে হয় তবে তাঁদেরকে নিয়ে এসে দুঘণ্টার মধ্যে সাংবাদিকদের সামনে নিয়ে আসুন। বলুন আক্রান্ত হইনি।