সন্দেশখালির তৃণমূলি গুন্ডা শেখ শাহজ༺হানไকে জলদস্যু ও দানব বলে উল্লেখ করলেন দলত্যাগী তৃণমূল বিধায়ক তাপস রায়। বুধবার দুপুরে স্পিকারের তলবে বিধানসভায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। জানান, কেন্দ্র ও রাজ্যের একাধিক বিজেপি নেতার সঙ্গে কথা হয়েছে তাঁর।
এদিন তাপসবাবু বলেন, ‘বাংলার যা চিত্র তা বাংলার মানুষ চায়নি, আমরাও চাইনি। কত মানুষ মারা যাচ্ছে, রক্তাক্ত ⭕হয়েছে। অন্যান্য দল তো আছেই, তৃণমূলের লোকেদেরও মৃত্যু হচ্ছে। বগটুইয়ের মতো ঘটনা আকছার ঘটছে। তার পর সন্দেশখাল🦩ির মা - বোনেদের ওপর যে অত্যাচার... ভাবা যায় না। আর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে একটা জলদস্যুর পাশে কোনও সরকার দাঁড়াতে পারে, একটা রাক্ষসের পাশে দাঁড়াতে পারে এটা বাংলার মানুষ কোনও দিন চায়নি’।
আরও পড়ুন: গঙ্গার নীচে তৈরি হল ইতিহাস, পড়༺ুয়াদের নিয়ে মেট্রোয় চাপলেন মোদী, দেখুন ভি🌸ডিয়ো
তিনি জানান, ‘আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ꧋্ছি। আমার সঙ্গে অমিত মালব্য, মঙ্গল পাণ্ডের কথা হয়েছে। আমার সঙ্গে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরও কথা হয়েছে’।
সূত্রের খবর, তাপসবাবুর বউবাজারের বাড়িতে যাবেন কলকাতা জেলা বিজেপির নেতারা। তাপসবাবুকে নিয়ে বিধাননগরের অ✤ফিসে যাবেন তাঁরা। সেখানে বিজেপিতে যোগদান করবেন তাপসবাবু।
ওদিকে তাপস রায়কে বিজেপিকে কলকাতা উত্তর🔯 আসনে লোকসভা নি💜র্বাচনের প্রার্থী করতে পারে বলে গুঞ্জন চলছে। তবে এব্যাপারে তাপসবাবু বা বিজেপি কোনও পক্ষেই মুখ খোলা হয়নি।
আরও পড়ুন: তোষণ ও তোলাবাজির জন্যই বাংলায় নারী নির্যাতন: মোদী
তৃণমূলের দাবি, আগেই বিজেপিতে যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিলেন তাপস রায়। বাড়িতে ইডি হানার ব𝄹্যাপারটিকে তিনি ঢাল করছেন মাত☂্র। বিজেপির সঙ্গে তাঁর কোনও বোঝাপড়া হয়েছে বলে দাবি তৃণমূলের।
গত ১ মার্চ দলীয় সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ান তৃণমূলের পুরনো নেতা তাপস রায়। গত ৪ মার্চ বিধায়ক পদে ইস্তফღা দেন💃 তিনি।