পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > পর্যটকের ভিড়ে শিমলায় কমে যাচ্ছে পাঠক, স্মৃতির সরণীতে এশিয়া বুক হাউস
টুরিস্টদের ভিড় বাড়ছে দিন দিন। সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে হিমাচল প্রদেশের বিখ্যাত স্থান শিমলা। কিন্তু টুরিস্টদের ভিড়ে হারিয়ে যাচ্ছে সত্যিকারের পাঠক। যে পাঠকদের কথা ভেবেই এক সময় তৈরি হয়েছিল এশিয়া বুক হাউস। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বইয়ের বিশাল দোকান শিমলাবাসীর সংস্কৃতিচর্চার অন্যতম ধারকও ছিল।
আরও পড়ুন - বিশ্বের প্রথম খুদে সমুদ্র বানাল চিন! এল মার্কিন স্বীকৃতিও, কী কী সুবিধা দেবে এটি?
শিমলার নস্টালজিয়া
বিশালায়তন এই দোকান ধীরে ধীরে বিবর্ণ হয়ে গিয়েছে। কমেছে বইয়ের সংখ্যা। কারণ কমেছে পাঠক। হিমাচল টুনাইটের প্রতিবেদন বলছে, রিয়েল এস্টেটের ভিড় বেড়েছে শিমলায়। ফলে হারিয়ে যাচ্ছে শিমলার নস্টালজিয়া। স্মৃতির সরণীতে চলে যাচ্ছে ধীরে ধীরে এই বইয়ের দোকান।