গত মাসে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ১,১৪৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কনস্টেবল/ফায়ার পদের জন্য পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। সেনাবাহিনীতে কাজে ইচ্ছুক যুবসমাজের জন্য এটি একটি বড় সুযোগ।আবেদন গত ২৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ৪ মার্চ পর্যন্ত CISF-এর অফিসিয়াল সাইটে cisfrectt.in-এর মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। নিয়োগের জন্য পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। শূন্যপদের বিবরণ:মোট ১,১৪৯টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে (সাধারণ - ৪৮৯, EWS - ১১৩, SC - ১৬১, ST - ১৩৭ এবং OBC - ২৪৯)। শূন্যপদের সংখ্যা পরিবর্তনশীল। প্রশাসনিক কারণে নিয়োগ প্রক্রিয়ার যে কোনও পর্যায়ে পরিবর্তিত হতে পারে।যোগ্যতা :বিজ্ঞান-সহ স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি বা সমমানের পাশের যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। নির্বাচন প্রক্রিয়া:নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকবে শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET), শারীরিক মান পরীক্ষা (PST), OMR/কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) মোড, নথি যাচাইকরণ (DV) এবং মেডিকেল পরীক্ষা (DME/RME)।প্রতিরক্ষা সংক্রান্ত পদ হওয়ায় এক্ষেত্রে সক্ষমতা গুরুত্বপূর্ণ। প্রার্থীদের দ্রুত বেগে অনেকক্ষণ দৌড়, পুশআপ, পুলআপের অভ্যাস করতে হবে।