৪ অক্টোবর নির্ধারিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রার্থীদের কেন্দ্র পরিবর্তন করার অনুমতি দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)।
বুধবার এক বিবৃতিতে UPSC জানিয়েছে, 'সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা ২০২০ (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২০ সহ) এর বিপুল সংখ্যক প্রার্থীর কথা মাথায় রেখে এবং প্রার্থীদের কাছ থেকে তাদের কেন্দ্র পরিবর্তন করার অনুরোধ আসায় কমিশন প্রার্থীদের কেন্দ্রের সংশোধিত পছন্দই পরীক্ষাকেন্দ্রের নাম জমা দেওয়ার জন্য একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'
এ ছাড়াও, সিভিল সার্ভিস (মেন) পরীক্ষা ২০২০ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেন) পরীক্ষা ২০২০ এর পরীক্ষা কেন্দ্রও পরিবর্তন
করতে পারবেন পরীক্ষার্থীরা। সংশোধিত কেন্দ্রের পছন্দ জানানোর উইন্ডোটি কমিশনের ওয়েসাইট http://upsconline.nic.in এ দুF দফায় চালু করা হবে। প্রথম পর্যায়ে ৭জুলাই থেকে ১৩ জুলাই সন্ধ্যে ৬ টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত উইন্ডোটি খোলা হবে। বিবৃতিতে প্রার্থীদের ওয়েবসাইট দেখে পছন্দের কেন্দ্রের নাম জমা দিতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্র পরিবর্তনের অনুরোধটি নির্দিষ্ট কেন্দ্রের অতিরিক্ত প্রার্থীদের জন্য স্থান সংকুলানের ক্ষমতার ওপর নির্ভর করছে।
কমিশন বলেছে, প্রার্থীদের কেন্দ্র পরিবর্তনের অনুরোধগুলি 'ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালোট' এর ভিত্তিতে বিবেচিত হবে। পরীক্ষা কেন্দ্রের আসন সংখ্যা পূরণ হয়ে গেলে আর সেই কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আবেদন করা যাবে না। সেক্ষেত্রে প্রার্থীদের অন্য কেন্দ্র বাছতে হবে।
মূলত, সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ২০২০, ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোন ভাইরাস আতিমারীর কারণে ৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।
UPSC কর্তৃক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (IPS) জন্য আধিকারিক নিয়োগ করতে সিভিল সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ - বছরে এই তিনটি পর্যায়ে পরিচালিত হয়। প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষা দেয়। UPSC ১ থেকে ৮ আগস্ট, ২০২০ পর্যন্ত একটি 'উইথড্রয়াল উইন্ডো" তৈরি করার ও সিদ্ধান্ত নিয়েছে।
আবেদন প্রত্যাহারের সমস্ত শর্তাদি একই রকম থাকছে যেমনটা চলতি বছরের ফেব্রুয়ারিতে জারি করা পরীক্ষার নোটিশে উল্লেখ করা আছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে, একবার আবেদন প্রত্যাহার করে নিলে ভবিষ্যতে কোনও পরিস্থিতিতেই তা ফিরিয়ে নেওয়া যাবে না।