মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্✃ডিয়া একজন সত্যিকারের যোদ্ধা। এই কথাটা তিনি আইপিএল ২০২৫-এর ৫০তম খেলায় অর্থাৎ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে প্রমাণ করে দেখিয়েছেন। টসের সময় সকলেই লক্ষ্য করেছিলেন, তার ডান চোখের ওপর আঘাত ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি দলের জয়ে গ✨ুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জানা যাচ্ছে, এই ম্যাচের আগে অনুশীলনের সময় এই আঘাত পান হার্দিক পান্ডিয়া। এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার সেই জায়গায় ৭টি সেলাইও পড়েছিল। অন্য কেউ হলে হয়তো এই ম্যাচে মাঠেই নামতেন না, তবে হার্দিক যে একেবারেই অন্য রকম, একেবারে যোদ্ধা। এমন চোট নিয়েও মাঠে নামেন MI ক্যাপ্টেন, তবে শুধু নামেননি, ব্যাট⭕ ও বল হাতে দুরন্ত পারফরমেন্সও করলেন। হার্দিকের এমন আচরণ দলের প্রতি তাঁর অগাধ দায়বদ্ধতাকেই প্রদর্শন করে।
আরও পড়ুন … ওর সঙ্গে CSK-র কারোর ঝামেলা হয়েছে… অশ্বিনকে পঞ্জ♈াব ম্যাচে না নেওয়ার কারণ ফাঁস করলেন হরভজন
এই ম্যাচে হার্দিক পান্ডিয়া ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং বল হাতেও ১টি উইকেট শিকার করেন হার্দিক। MI ক্যাপ্টেের এমন দায়বদ্ধতা দেখে অনেক ফ্যানের মনে পড়ে যায় ২০১৬ সালের সেই মুহূর্ত, যখন বিরা༺ট কোহলি হাতে ৮টি সেলাই থাকা সত্꧟ত্বেও পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।
রাজস্🐈থানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার এই অপরাজিত ৪৮ রানের ইনিংসের জন্য তাকে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ’ পুরস্কারে সম্মানিত করা হয়। এই পুরস্কার তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে ভাগ করে নেন, যিনি একইভাবে ২৩ বলে অপরাজিত ৪৮ রান করেছিলেন।
আরও পড়ুন … ইꦫতিহাস গড়লেন ব্রুনো! UEFA Europa League Semi-তে ৩-০ জিতল ম্যান ইউ! টটেনহ্যাম ৩-১-এ
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি কেমন ছিল?
টস𓃲 হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই ইন্ড🌊িয়ান্স। রোহিত শর্মা ও রায়েল রিকেলটনের হাফ সেঞ্চুরির ওপর ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। রোহিত ও রিকেলটনের পাশাপাশি সূর্যকুমার যাদব ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৪৮ করে অপরাজিত রান করেন।
আরও পড়ুন … যার স্ট্রাইক রেট ৬৪.৩১ সে কী করে… ভাইয়ের অপমানের বদলা নিলেন বিরা🅺টের দাদা বিকাশ! মঞ্জরেকরের সমালো🍌চনায় কোহলি