সিরাজকে দিয়ে আর বল করাতে রোহিতকে বারণ করেছিলেন ট্রেনার।
এশিয়া কাপ
উইকেটের পিছনে গ্লাভস হাতে ভালো পারফরম্যান্স করেছেন কেএল রাহুল।
IND vs SL: কঠিন উইকেটে ভালো খেলে স্বস্তি লাগছে- অকপট কেএল রাহুল
Updated: 18 Sep 2023, 12:15 AM IST লেখক Tania Royপ্রথম দু'টি ম্যাচে না খেললেও সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক ঘটে রাহুলের। অনবদ্য শতরান করে তাঁর কামব্যাককে রাঙিয়ে দেন রাহুল। এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে রাহুল বলেন, কয়েক সপ্তাহ আগেও তিনি চিন্তিত ছিলেন। তবে বেশ কিছু ভালো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরেছেন। যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
ভারত-শ্রীলঙ্কা ফাইনাল কী ভেস্তে যাবে বৃষ্টিতে?
Asia Cup ফাইনালে বৃষ্টির ভ্রুকুটি, রিজার্ভ ডে-তেও খেলা না হলে চ্যাম্পিয়ন কোন দল?
Updated: 16 Sep 2023, 07:55 PM IST লেখক Tania Roy২০২২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসে। সেবারও টুর্নামেন্টের অনেক ম্যাচই ব্যাহত হয়েছিল বৃষ্টিতে। ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটিও ভারত-শ্রীলঙ্কার মধ্যে হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জেরে রিজার্ভ ডে-তেও ম্যাচটি হয়নি। শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় খেলা।
বাবর আজম সহ পাক ক্রিকেটাররা। ছবি-এএফপি
(AFP)কোহলির কাণ্ড!
বাংলাদেশ ইনিংস শেষের আগেই প্যাড পরে ব্যাট নিয়ে তৈরি হয়ে ছিলেন কোহলি, কেন জানেন?
Updated: 16 Sep 2023, 04:47 PM IST লেখক Tania Royভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন বিশ্রাম পেয়েও নেটে কঠোর প্রস্তুতি চালিয়ে গেলেন বিরাট কোহলি। বাংলাদেশের ইনিংসের শেষের দিকে তিনি প্যাড পরে, ব্যাট নিয়ে নেটে চলে যান। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন একজন থ্রো-ডাউন বিশেষজ্ঞ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন কুলদীপ যাদব (ছবি-এএফপি)
রশিদদের মতন ‘রহস্য’ বোলার না হয়েও সফল, কুলদীপকে কুর্নিশ জানালেন আকাশ চোপড়া
Updated: 16 Sep 2023, 03:32 PM IST লেখক HT Bangla Correspondentভারত ইতিমধ্যেই চলতি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। যার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কুলদীপ যাদবের। এমন আবহে এই চায়নাম্যান স্পিনারের ভূয়সি প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
এশিয়া কাপে খেলা হল না শাহনওয়াজ দাহানির (ছবি-এক্স)
যেদিন এলেন সেদিনই ফিরলেন! এশিয়া কাপ খেলতে এসে ট্রোলিংয়ের শিকার দাহানি
Updated: 16 Sep 2023, 03:22 PM IST লেখক HT Bangla Correspondent , সম্পাদনা করেছেন Sanjib Halderপাক পেসার শাহানওয়াজ দাহানিকে পিসিবি বৃহস্পতিবারেই শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। সে দিনকেই কলম্বো গিয়ে পৌঁছান দাহানি। আর সে দিনকেই পাকিস্তান দল এশিয়া কাপ থেকে ছিটকে যায়, এর ফলে সে দিনকেই কলম্বো থেকে ফের পাকিস্তানে ফেরত আসার বিমান ধরতে হল তাঁকে। এই ঘটনার কারণেই তীব্র কটাক্ষের মুখে পড়েছেন দাহানি।
বাংলাদেশের কাছে হেরে কী বললেন শুভমন গিল? (ছবি-এএফপি)
Asia Cup 2023: ফাইনালে হারলে বিশ্বকাপের আগে চাপ বাড়বে, স্বীকারোক্তি গিলের
Updated: 16 Sep 2023, 02:43 PM IST লেখক Sanjib Halderশুভন গিল বলেন, ‘এশিয়া কাপের ফাইনাল জেতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জেতার অভ্যাস তৈরি করতে হবে। সঠিক সময়ে ফর্মে আসা এবং সঠিক সময়ে গতি পাওয়াটা গুরুত্বপূর্ণ। এখানে শিরোপা জয় আমাদের গতি বজায় রাখবে এবং বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
এক নম্বর হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ভারত (ছবি-BCCI Twitter)
ICC Ranking: তিন ফর্ম্যাটে এক নম্বর হওয়ার ভারতের স্বপ্ন চূর্ণ করল বাংলাদেশ
Updated: 16 Sep 2023, 02:13 PM IST লেখক Sanjib Halderযদি বাংলাদেশকে হারাতে পারত ভারত, তাহলে ক্রিকেটের সমস্ত ফর্ম্য়াটেই এক নম্বর হতে পারত। কারণ টি টোয়েন্টি ক্রিকেট ও টেস্টে এই মুহূর্তে এক নম্বর স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। যদি বাংলাদেশকে হারাতে পারত তাহলে একদিনের ক্রিকেটেও এক নম্বর হে পারত টিম ইন্ডিয়া।
মহেশ থিকশানা।
Asia Cup-এর ফাইনালের আগেই ছিটকে গেলেন থিকশানা, পৌষমাস হল ভারতের
Updated: 16 Sep 2023, 02:02 PM IST লেখক Tania Royশ্রীলঙ্কা ইতিমধ্যেই তাদের প্রধান বোলারদের চোট নিয়ে জেরবার। ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা ইতিমধ্যেই চোট পেয়ে বসে রয়েছেন। যার ফলে থিকশানার নতুন চোট আরও চাপ বাড়িয়েছে। যার ফলে আগামী মাসে ভারতে শুরু হতে চলা বিশ্বকাপের আগে উদ্বেগে রয়েছে শ্রীলঙ্কা শিবির।
শাকিবের বলে আউট হলেন সূর্যকুমার যাদব (ছবি-এএফপি)
ODI ক্রিকেট কি ডিকোড করতে পারছেন না সূর্যকমার- ‘SKY’ কে নিয়ে হেডেনের বড় মন্তব্য
Updated: 16 Sep 2023, 01:36 PM IST লেখক Sanjib Halderএই আলোচনার সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ম্যাথিউ হেডেনও উপস্থিত ছিলেন, তিনি বলেছিলেন যে, ‘আমি সত্যিই তাঁর মানসিকতা বুঝতে পারি। কারণ আমি অস্ট্রেলিয়ার হয়ে সাত বছর জায়গা না পেয়ে বসেছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি সূর্যকুমার যাদব এই বিশ্বকাপে বিরাট ভূমিকা পালন করতে পারেন।’
অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে এলেন ওয়াশিংটন সুন্দর।
Asia Cup ফাইনালের আগে ধাক্কা খেল ভারত,অক্ষরের চোট,কভার হিসেবে দলে সুন্দর-রিপোর্ট
Updated: 16 Sep 2023, 12:34 PM IST লেখক Tania Royবাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সময়ে অক্ষর বেশ কয়েক বারই চোট পান, যে কারণে তাঁকে কয়েক বার প্রথামিক চিকিৎসাও করাতে হয়েছিল। তাই সুন্দর কলম্বোতে ভারতের ওডিআই দলে যোগ দেবেন।
শুভমন গিল।
গিল কঠোর পরিশ্রম করে, কোনও ফাঁকি দেয় না-ওপেনিং পার্টনারের প্রশংসায় পঞ্চমুখ রোহিত
Updated: 16 Sep 2023, 11:18 AM IST লেখক Tania Roy১৩৩ বলে শুভমন ১২১ রানের একটি দুর্দান্ত নক খেলেন এবং দীর্ঘ সময় ধরে ক্রিজে দাঁড়িয়ে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত ভারত হেরে যাওয়ায় তাঁর লড়াই ব্যর্থ হয়। ভারত হারলেও অধিনায়ক রোহিত শর্মা কিন্তু শুভমনের এই লড়াইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা
BCCI-র কথা শোনায় ICC, ACC, BCB, SLC-কে আক্রমণ অর্জুন রণতুঙ্গার
Updated: 16 Sep 2023, 10:56 AM IST লেখক Sanjib Halderআইসিসি-র উপরে চটলেন শ্রীলঙ্কাকে বিশ্বচ্যাম্পিয়ন করা অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। আইসিসিকে দাঁতবিহীন বাঘ বলেছেন তিনি। আসলে এশিয়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থা ও বিসিবির ওপরও ক্ষুব্ধ হয়েছেন তিনি।
সূর্যকুমার যাদবকে আউট করার পরে শাকিব আল হাসানের সেলিব্রেশন (ছবি-এপি)
বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর হয়ে উঠব- ভারতকে হারিয়েই শাকিব আল হাসানের হুঙ্কার
Updated: 16 Sep 2023, 09:43 AM IST লেখক Sanjib Halderবাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক শাকিব আল হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ‘আমার মনে হয় আমাদের খুব ভালো দল আছে। তবে এই দলের অনেকের ইনজুরি ছিল। এশিয়া কাপে প্লেয়ারদের আসা-যাওয়া আমাদের অসুবিধা করেছে। আশা করি আমরা বিশ্বকাপে পুরো ফিট দল পাবো। যদি সেটা হয় তাহলে আমরা ভয়ঙ্কর দল হয়ে উঠব।’
ওয়ান ডে ক্রিকেটে দুরন্ত মাইলস্টোন রবীন্দ্র জাদেজার। ছবি- বিসিসিআই টুইটার।
ওয়ান ডে উইকেটের ডাবল সেঞ্চুরি, কিংবদন্তি কপিল দেবের পাশে বসে পড়লেন জাদেজা
Updated: 15 Sep 2023, 05:40 PM IST লেখক Abhisake KoleyIndia vs Bangladesh Asia Cup 2023 Super Four Match: বাংলাদেশের শামিম হোসেনকে ফিরিয়ে ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত মাইলস্টোন রবীন্দ্র জাদেজার। কপিল দেব ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই কৃতিত্ব নেই।
ক্ষিপ্ত বাবর আজম এবং হতাশ জামান খান। (ছবি সৌজন্যে, টুইটার @DisneyPlusHS)