𝔉 সত্যি হল আশঙ্কা। সোমꦯবার একানা স্টেডিয়ামে অভিষেক শর্মার সঙ্গে ঝামেলায় জড়িয়ে বড়সড় শাস্তি পেলেন দিগ্বেশ রাঠি। নিয়ম ভাঙায় তাঁর জরিমানা তো হয়ই, সেই সঙ্গে তাঁকে নির্বাসনের মুখেও পড়তে হয়।
আইপিএলের আচরণবিধি ভেঙে ছাড় পাননি অভিষেক শর্মাও। তবে তাঁকে নির্বাসনের আওতায় পড়তে হয়নি। শুধুমাত্র জরিমা💝না দিয়েই এ যাত্রায় পার পেয়ে যান সানরাইজার্স তারকা। অভিষেক ও 𒉰দিগ্বেশ, দুই ক্রিকেটারের ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হয়।
সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের স্পিনার দিগ্বেশ রাঠির সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন সানরাইজার্🦩স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। অভিষেকের উইকেট নিয়ে দিগ্বেশের সেন্ড-অফ এবং তার পরে চর্চিত চেকবুক সেলিব্রেশনকে বিসিসিআই ভালো চোখে দেখেনি।
তিনবার একই ভুল
এর আগে ২টি ম্যাচে এমন সেলিব্রেশনের জন্য শাস্তি পেতে হয়েছিল দিগ্বেশকে। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউয়ের ম্যাচে আগ্রাসী সেলিব্রেশনের জন্য দিগ্বেশের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে বিসিসিআই এবং সেই 💛সঙ্গে তাঁর ডিসিপ্লিনারি র🌄েকর্ডে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।
৪ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ফের এমন সেলিব্রেশনের জন্য শাস্তি পেতে হয় দিগ্বেশকে। সেবার তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করে বিসিসিআই এবং সেই সঙ্গে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে ২টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। অর্থাৎ, সেই দু'বারের শাস্তির পরে দিগ্বেশের ডিসিপ্লিনারি রেকর্ডে🧸 মোট ৩টি𝓡 ডিমেরিট পয়েন্ট ছিল।
ভুল থেকে শিক্ষা নেননꦐি দিগ্বেশ। সোমবার একানায় তাঁকে ফের একই দোষ করতে দেখে শাস্তি দিতে কুণ্ঠা বোধ করেননি ম্যাচ রেফারি। এবারও তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয় এবং তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে ২টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়।
এক ম্যাচ নির্বাসিত দিগ্বেশ
অর্থাৎ, একই মরশুমে দিগ্বেশ তিনবার লেভেন-ওয়ান পর্যায়ের অপর🌸াধ করেন। সাকুল্যে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডের ডিমেরিট পয়েন্ট (১+২+২) ৫-এ পৌঁছতেই নির্বাসনের শাস্তি নেমে আসে দিগ্বেশের উপরে। নিয়ম মতো ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট ৪ ছাড়ালেই এক ম্যাচ নির্বাসিত করা হয় সংশ্লিষ্ট ক্রিকেটারকে। এক্ষেত্রে দিগ্বেশকে তাই একটি ম্যাচ নির্বাসিত করে বিসিসিআই। যার অর্থ, ২২ মে আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে লখনউয়ের হয়ে মাঠে নামতে পারবেন না দিগ্বেশ রাঠি।
জরিমানার মুখে অভিষেক শর্মা
অন্যদিকে দিগ্বেশের সঙ্গে ঝামেলায় সময় অভিষেকের আচরণও আইপিএলের আচরণবিধি ভঙ্গ করে। তবে এটি অ♛ভিষেকের মরশুমের প্র☂থম লেভেল-ওয়ান পর্যায়ের অপরাধ। তাই তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। যদিও অভিষেকের ডিসিপ্লিনারি রেকর্ডে যোগ হয় ১টি ডিমেরিট পয়েন্ট।