বোলার-কিপারের সঙ্গে ক্লোজ-ইন ফিল্ডারদের কেউই নিশ্চিত ছিলেন না। তবে তা সত্ত্বেও উচ্চাকাঙ্খী হয়ে রিভিউ নিয়ে বসেন লখন𝐆উ দলনায়ক ঋষভ পন্ত। এক্ষেত্রে এসএসজি-র কোনও লাভ তো হয়নি, উল্টে জোড়া লোকসান হয়ে যায়। ෴অর্থাৎ, অতি লোভে তাঁতি নষ্ট হয় বলা চলে।
সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জানান্টসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে মাঠে নামে সানরাইজা♔র্স হায়দরাবাদ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে দেখা যায় অদ্ভুত ঘটনা। ইনিংসের ২.৬ ওভারে আকাশ দীপের লেগ-স্টাম্পের বাইরের বলে ফ্লি꧂ক করার চেষ্টা করেন ব্যাটার ইশান কিষান। বল ব্যাটে কানেক্ট হয়নি। সরাসরি বল চলে যায় উইকেটকিপার ঋষভ পন্তের দস্তানায়।
লখনউ ফিল্ডারদের কেউই তেমন কোনও আবেদন করেননি। তবে তাঁদের মনে হয় যে, বল ইশানের ব্যাটে লেগে কিপারে দস্তানায় জমা পড়েছে। আম্পায়ার প্রাথমিকভাবে ইশানকে আউট দেননি। তিনি আক൩াশ দীপের সেই ডেলিভারিকে ফেয়ার ডেলিভারি হিসেবেই গণ্য করেন।
তবে ঋষভ পন্ত এক্ষেত্রে বাড়তি লাভের আশায় কট-বিহাউন্ডের আবেদন জানিয়ে রিভিউ নেন। ফিল্ড আম্পায়ারদের সঙ্গে🌳 রীতিমতো লড়াই করে বল তৃতীয় আম্পায়ারের কোর্টে পাঠান পন্ত। যদিও টেলিভিশন আম্পায়ার আল্ট্রা-এজের সাহায্য নিয়ে জানিয়ে দেন যে, বল ইশানের ব্যাটে বা শরীরের কোথাও লাগেনি। তাই ফিল্ড আম্পায়ারের নট-আউটের সিদ্ধান্ত এক্কেবারে যথাযথ।
মজার বিষয় হল, লেগ-স্টাম্পের বাইরের বল ব্যাটারের ব্যাট তথা শরীর🍌ের কোথাও না লাগায় আম্পায়ার এক্ষেত্রে নিজের ফেয়ার ডেলিভারির সিদ্ধান্ত বদলে দেন। তিনি আকাশ দীপের সেই ডেলিভারিটিকে রিভিউয়ের পরে ওয়াইড ঘোষণা করেন। ফলে অতিরিক্ত এক রানের পাশাপাশি বাড়তি একটি বলও পেয়ে যায় হায়দরাবাদ। তার উপর লখনউ সুপার জায়ান্টস তাদের একটি রিভিউ খুইয়ে বসে। অর্থাৎ লাভের চক্করে রিভিউ নিয়ে নিজেদেরই লোকসান করে বসেন পন্ত।
আরও পড়ু𓂃ন:- ভোটে জিতে ধোনির ⛦রাজ্যের ক্রিকেট কর্তা হয়ে গেলেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা
ব্যাট হাতে চলতি আইপিএলে পুরোপুরি ফ্লপ ঋষভ পন্ত। এবার🌸 ক্যাপ্টেন হিসেবেও তাঁর ব্যর্থতা সামনে এল। ঋষভ পন্ত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে ১টি বꦓাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন। তাঁর দল লখনউ সুপার জায়ান্টস ১০ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়।
শুরুতে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৫ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমেܫ সানরাইজার্স হায়দরাবাদ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২০৬ রান তুলে নেয়।