রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে মন খারাপ কপিল দেবের। না অশ্বিনের বিদায়ের ধরণ বা অবসরের সময় নিয়ে মন খারাপ নয় কিংবদন্তি ক্রিকেটারের। আসলে অশ্বিনকে যে ভাবে বিদায় জানান হয়ে তাতে একেবারেই খুশি নন কপিল দেব। তাঁর মতে অশ্বিনকে আরও ভালোভাবে সম্মানের সঙ্গে বিদায় জানান যেতে পারত।
কপিল দেবের মতে একজন ক্রিকেটার যখন ক্রিকেট থেকে বিদায় নেন, তখন সে তাঁর সব থেকে প্রিয় জিনিসটি ছেড়ে দেয়, এই সিদ্ধান্ত তাঁর কাছে জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত হয়ে তাকে। তাই সেই বড় সিদ্ধান্তকে আরও ভালো ভাবে সম্মান দেওয়া উচিত বলে মনে করেন কপিল দেব। তাঁর মতে অশ্বিনের অবসরকে আরও ভালোভাবে করতে পারত টিম ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট। এই কারণে মন খারাপ কপিল দেবের।
আরও পড়ুন… অশ্বিনের অবসরের সময় নিয়ে অখুশি সুনীল গাভাসকর! ধোনির প্রসঙ্গ তুলে ধরলেন কিংবদন্তি
অশ্বিনের অবসর নিয়ে কী বললেন কপিল দেব-
রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব বলেন, ‘অশ্বিন তো সেই ভালো ক্রিকেটাদেরই একজন। তিনি চলে গিয়েছেন। যদিও আমি মনে করি তাঁর আরও অনেক কিছু পাওয়া উচিত ছিল। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাকে এভাবে যেতে দিতাম না। আমি সেখানে থাকলে তাঁকে অনেক সম্মান এবং সুখ দিয়ে পাঠাতাম। কারণ আপনি যখন আপনার প্রিয় জিনিসটিকে ছাড়ন তখন তার সঙ্গে অনেক আবেগ অনেক ভালোলাগা ও অনেক কষ্ট জড়িয়ে থাকে। তাই আমার মনে হয় তাঁকে আরও ভালোভাবে বিদায় জানান যেতে পারত।’
দেখুন কপিল দেবের সেই ভিডিয়ো-
আরও পড়ুন… ইংলিশ ক্রিকেটে বাবা-ছেলের জুটি! কোচ অ্যান্ড্রু ফ্লিনটফের দলে জায়গা পেলেন রকি ফ্লিনটফ
শুধু তেন্ডুলকর বা গাভাসকরকে দেখলে চলবে না-
তবে এখানেই থেমে থাকেননি কপিল দেব। তাঁর মতে নতুন প্রজন্মের ক্রিকেটারদের উচিত নতুন নতুন কিছু করা, শুধু সচিন তেন্ডুলকর বা সুনীল গাভাসকরকে সামনে রাখলেই চলবে না। ক্রিকেটকে এগিয়ে যেতে হলে আরও নতুনত্বের প্রয়োজন বলে মনে করেন কপিল দেব।
আরও পড়ুন… ভিডিয়ো: তোমরা আমায় মেরে ফেলবে নাকি... অশ্বিনের অবসরের পর কেন এমন কথা বললেন রোহিত শর্মা?
নতুন প্রজন্মের জন্য কী বললেন কপিল দেব-
কপিল দেব বলেন, ‘যেটা আমি মনে করি সেটা হল পরবর্তী প্রজন্মকে আমাদের থেকে ভালো হতে হবে। তা না হলে পৃথিবী এগিয়ে যেতে পারবে না। আমরা কখনই ভাবিনি যে কেউ সচিন তেন্ডুলকর বা সুনীল গাভাসকরের কাছাকাছি আসবে। আপনি রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটারকে পেয়েছেন। এভাবেই আপনার নতুন প্রজন্ম উঠে আসে। তাদের স্ট্রাইকরেট দেখুন, তাদের রান করার ক্ষমতা, তাদের খেলার ধরণ সবটাই আলাদা। এভাবেই তো নতুন প্রজন্ম এগিয়ে আসে। আপনাকে তাদের প্রশংসা করতে হবে।’