পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মলহোত্রার পুলিশ হেফাজতের মেয়াদ আরও চার দিন বাড়াল আদালত।এখন তিনি থাকবেন পুলিশি নজরবন্দিতে আগামী ২৫ মে পর্যন্ত। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতির বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক নতুন তথ্য সামনে এনেছে হিসার পুলিশ। প্রকাশ্যে এসেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ের সঙ্গে ছবিও।
আরও পড়ুন-পণ্যের দাম বৃদ্ধি! মার্কিন মুলুকে উঠল ওয়ালমার্ট বয়কটের ডাক
পুলিশ জানিয়েছে, জ্যোতি মালহোত্রাকে ১৭ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার করা হয় এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়, যা আজ শেষ হয়েছে। আদালত তাঁর পুলিশ হেফাজত আরও চার দিনের জন্য বাড়িয়েছে।একই সঙ্গে পুলিশ জানিয়েছে, তদন্তে তারা জানতে পেরেছে ২০২৩ সাল থেকে জ্যোতি বিভিন্ন পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।পুলিশ সন্দেহ করেছিল যে তিনি দিল্লির পাকিস্তান হাই কমিশনে কর্মরত একজন পাকিস্তানি কর্মচারীর সঙ্গে যোগাযোগে ছিলেন, যার পর তাকে গ্রেফতার করা হয়। হিসারের পুলিশ সুপার এক বিবৃতিতে বলেন, 'জ্যোতি কিছু পাকিস্তানি গোয়েন্দা আধিকারিকের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ রেখেছিলেন, তবে তাঁর কাছে ভারতীয় সশস্ত্র বাহিনী সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ তথ্য ছিল না বলে মনে হচ্ছে। এছাড়া, সন্ত্রাসবাদী কার্যকলাপ বা কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগেরও কোনও প্রমাণ মেলেনি।'
আরও পড়ুন-পণ্যের দাম বৃদ্ধি! মার্কিন মুলুকে উঠল ওয়ালমার্ট বয়কটের ডাক
জানা গিয়েছে, পাকিস্তান হাই কমিশনের অফিসার এহসান দার ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ ছিল। আরও একটি নাম উঠে এসেছে- ‘জাট রনধাওয়া’। যদিও সেই নামে কোনও সত্যিকারের ব্যক্তির খোঁজ এখনও মেলেনি। এছাড়া পাকিস্তানের আরও কয়েকজন গোয়েন্দা আধিকারিকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল বলেও দাবি গোয়েন্দাদের।ইতিমধ্যে জ্যোতির তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর পুলিশ মার্চের পর থেকে জ্যোতি এবং দানিশ, একজন পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তার মধ্যে কোনও চ্যাট রেকর্ড খুঁজে পায়নি। তবে, তারা নিশ্চিত করেছে যে ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন জ্যোতি তার সঙ্গে যোগাযোগে ছিলেন।প্রাথমিক তদন্তে দেখা গেছে যে জ্যোতি ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত দানিশের সঙ্গে যোগাযোগে ছিলেন।