জোহানেসবার্গে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় ভুুল করে বসলেন শুভমন গিল। বৃহস্পতিবার তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে ফের নিরাশ করেছেন শুভমন গিল। ৬ বলে মাত্র ১২ করে তিনি এদিন আউট হয়ে যান তিনি। আবারও ফ্লপ হলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ২টি চার মেরে শুরু করলেও, মাত্র ৬ বল ক্রিজে টেকেন। ৮ রানে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন। তবে তাঁর আউটকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
কেশব মহারাজের বলে শুভমন গিলকে আউট দিয়ে দেন আম্পায়ার। এর পরে শুভমান গিল রিভিউয়ের জন্য যশস্বী জয়সওয়ালের সঙ্গে কথা বললেও, তিনি রিভিউ নেননি। রিভিউ নিলে কিন্তু লাভবান হতেন শুভমন।
আরও পড়ুন: সূর্যের ঝোড়ো শতরান, কুলদীপের ৫ উইকেট,প্রোটিয়ারা ৯৫ রানেই কুপোকাত, ১০৬ রানে জিতে সিরিজ ড্র করল ভারত
শুভমন গিল যদি রিভিউ নিতেন, তবে প্রাণে বেঁচে যেতেন। কারণ রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে যে, শুভমন গিল রিভিউ নিলে, আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে হত। কারণ বলটি যদি তাঁর প্যাডে আঘাত নাও করত, তবু স্টাম্পও মিস করত। অর্থাৎ শুভমান গিল আউট ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। নেটিজেনদের বক্তব্য, শুভমান গিলের রিভিউ নেওয়া উচিত ছিল। কিন্তু রিভিউ না নেওয়ার ফলে তাঁকে প্যাভিলিয়নে যেতে হয়।
ভারতের প্রধান কোচ, রাহুল দ্রাবিড় এই রিপ্লে দেখার পরে বেশ বিরক্ত হন। শুভমন গিল রিভিউ না নেওয়ায় খেপে যান তিনি। সাধারণত দ্রাবিড় তাঁর আবেগ দেখান না, তবে এই ক্ষেত্রে তিনি তাঁর হাত দিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করেছিলেন, যা দেখে মনে হচ্ছিল, তিনি সম্ভবত ইশারায় বলছিলেন, ‘এটা কী ছিল?’
২৯ রানে ২ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে গিয়েছিল ভারত, তখন হাল ধরেন যশস্বী জসওয়াল এবং সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে ১১২ রান যোগ করেন যশস্বী-সূর্য মিলে। ৩৪ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন ভারতীয় ওপেনার যশস্বী। ৩টি ছয়, ৬টি চারের সাহায্যে ৪১ বলে ৬০ রান করে আউট হন তিনি। এদিকে আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেন সূর্য। ৩২ বলে অর্ধশতরান করেন। পরের ২৩ বলে আরও ৫০ রান যোগ করেন। ৫৬ বলে ১০০ করেন স্কাই। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে ভারত।
ভারতের দেওয়া ২০২ রান তাড়া করতে নেমে কুল-জা জুটিতে এদিন কেঁপে যায় প্রোটিয়া ব্যাটিং অর্ডার। তারা ১০০ রানও করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ৯৫ রানে। ৭ উইকেট ভাগ করে নেন কুলদীপ এবং জাদেজা মিলে। একাই ৫ উইকেট নেন কুলদীপ যাদব। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। সর্বোচ্চ রান করেন ডেভিড মিলার। ২৫ বলে ৩৫ রান তাঁর। এডেন মার্করাম ১৪ বলে ২৫ রান করেন। এছাড়া ১১ বলে ১২ করেন ডোনোভান ফেরেরা। প্রোটিয়াদের বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। ঘরের মাঠে ভারতের কাছে ১০৬ রানে হেরে দক্ষিণ আফ্রিকা লজ্জায় নিজেদের মুখ পোড়াল।