১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করে ইতিহাস লিখে ফেলেছে বৈভব সূর্যবংশী। তার পর থেকে সে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বৈভব সূর্যবংশীকে তাঁর দলের সিনিয়র খেলোয়াড় নীতিশ রানার কাছ থেকে ব্যাটের জন্য আব্দার করতে দেখা গিয়েছে। নীতিশ রানা যখন তার কাছে জানতে চান, কতগুলো ব্যাট রয়েছে, বৈভবের কাছে, তখন সে তার ব্যাটের সংখ্যা লুকানোর চেষ্টা করে, যাতে কোনও ভাবে একটি ব্যাট নীতিশের থেকে সে পেতে পারে। কিন্তু নীতিশ রানা তার চালাকি ধরে ফেলেন। বৈভব সূর্যবংশীর কাছে কতগুলো ব্যাট আছে, তা জানার সঙ্গে সঙ্গেই নীতিশ বলেন যে, বিরাট কোহলিরও কাছে এত ব্যাট থাকে না। ব্যাট লেনদেনের সময় দু'জনের মধ্যে মজার কথোপকথনের ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রানা এবং সূর্যবংশীর মধ্যে মজার কথোপকথন
রাজস্থান রয়্যালস দল এখন আইপিএল ২০২৫ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। রবিবার সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। ইতিমধ্যে, রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বৈভব সূর্যবংশী এবং নীতিশ রানার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে, নীতিশের কাছে ব্যাটের জন্য আব্দার করছে বৈভব। দু'জনের মধ্যে এই সংক্রান্তই আলোচনা চলছে। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘এক বিহারী, সব পে ভরি’। এই ভিডিয়োতে নীতিশ রানাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি তোকে ৫টি ব্যাট দেব। যদি এর সংখ্যা ১৪-র উপরে যায়, তবে আর দেব না।’ এর জবাবে সূর্যবংশী বলে, ‘আমি শুধু একটি ব্যাটই চাই।’ তার পর রানা মজা করে বলেছেন, ‘আমার ব্যাট, আমার ইচ্ছা, আমি কতগুলো ব্যাট তোকে দেব?’ রানা যখন চারটি ব্যাট দিতে প্রস্তুত, তখন বৈভব মাত্র একটি ব্যাটের দাবিতে অনড়। এর থেকেই নীতিশ অনুমান করেন যে, বৈভবের ১০-১২টি ব্যাট আছে, কিন্তু বৈভব তা স্বীকার করছে না। তার পর বৈভব জানায়, তার ৮টি ব্যাট আছে এবং সে বলে, ‘যদি আমার বয়সের চেয়ে বেশি ব্যাট থাকে, তাহলে তুমি যাকে বলবে আমি আমার ব্যাট তাকেই দেব।’
নীতীশ তখন হেসে বলে, ‘তোর কাছে কি ১০টা ব্যাট আছে? ১০টা ব্যাট তো অনেক, বিরাট ভাইয়ার কাছেও এত ব্যাট নেই!’ জবাবে বৈভব বলে, ‘তোমার কিট ব্যাগে ১৫টা আছে।’ বৈভবের একগুঁয়েমিতে, নীতিশ রানা তাঁর ব্যাট দিতে রাজি হন এবং বলেন, ‘রোমি স্যারকে বল যে, তেলেগাঁওয়ে আমার একটি ব্যাট ভেঙে গেছে। ছোট একটু কাটা আছে, সেটা নিয়ে নে।’ এই কথা শুনে বৈভব খুশি হয়ে বলে, ‘আমি একটা ব্যাট পেয়েছি, ধন্যবাদ।’ ব্যাটটি নিয়ে দুটজনের মধ্যে যে কথোপকথন চলছিল, তার থেকে অনুমান করা যায় যে, নীতিশ রানার কাছ থেকে ব্যাট চেয়েছিল বৈভব। কিন্তু যেহেতু তার কাছে ইতিমধ্যেই প্রচুর ব্যাট রয়েছে, তাই নীতীশ কিছু শর্ত রেখেছিলেন। শেষ পর্যন্ত ১৪ বছর কিশোরের নাছোড় মনোভাবের কাছে হার মানতে হয় নীতিশ রানাকে।
বৈভবের দারুণ শুরু
আইপিএলে বৈভব সূর্যবংশীর শুরুটা দুর্দান্ত করেছে। সে ৪ ম্যাচে ৩৭ গড়ে এবং ২০৯ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছে। এর মধ্যে তার ঝড়ো সেঞ্চুরিও রয়েছে, যা সে মাত্র ৩৫ বলে করেছিল। আইপিএলের ইতিহাসে এটি যে কোনও ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। আর সব মিলিয়ে ২০১৩ সালে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির পর দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, বৈভব সূর্যবংশী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি করা খেলোয়াড়ও হয়েছেন। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।