চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্সের পর পঞ্চম দল হিসেবে লখনউ সুপার জায়ান্টসও আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেল। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হারার পর, তাদের ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায়।
ইতিমধ্যেই গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস প্লে-অফে জায়গা করে ফেলেছে। এখন একটি জায়গার বাকি। তার জন্য লড়াই চলছে। আর সেই লড়াইয়ে বাকি থাকল শুধু মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস।
২১ মে (বুধবার) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি এবং মুম্বই। এই লড়াইয়ে যদি মুম্বই জিতে যায়, তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। আর দিল্লি জিতলে, সেক্ষেত্রে চতুর্থ দলের যোগ্যতা অর্জনের জন্য অপেক্ষা বাড়বে। সেক্ষেত্রে দিল্লি শেষ ম্যাচ জিতলেই প্লে-অফে উঠে যাবে। তবে তারা যদি শেষ ম্যাচ হারে, তখন তাদের অপেক্ষা করতে হবে। যদি মুম্বইও তাদের শেষ ম্যাচে হারে, তবেই প্লে-অফ নিশ্চিত হবে দিল্লির। তা না হলে দিল্লি যদি মুম্বইকে হারিয়ে দেয়, এবং নিজেরা শেষ ম্যাচ হেরে যায়, আর মুম্বই তাদের শেষ ম্যাচে জিতে যায়, তবে হার্দিক পান্ডিয়ারা প্লে-অফে পৌঁছবে। ছিটকে যাবে দিল্লি ক্যাপিটালস।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১২ ম্যাচে ৯টি জয়, ৩টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.৭৯৫)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
৩) পঞ্জাব কিংস- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৩৮৯)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১২ ম্যাচে ৭টি জয়, ৫টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৫৬)
৫) দিল্লি ক্যাপিটালস- ১২ ম্যাচে ৬টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.২৬০)
আরও পড়ুন: GT-র বিরুদ্ধে আগ্রাসী শতরান, প্রথম প্লেয়ার হিসেবে IPL-এ নয়া ইতিহাস DC-র রাহুলের, হল একাধিক নজির
৬) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
৭) লখনউ সুপার জায়ান্টস- ১২ ম্যাচে ৫টি জয়, ৭টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৫০৬)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১২ ম্যাচে ৪টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৯ পয়েন্ট (নেট রানরেট -১.০০৫)
৯) রাজস্থান রয়্যালস- ১৩ ম্যাচে ৩টি জয়, ১০টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭০১)
১০) চেন্নাই সুপার কিংস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৯৯২)