‘ভুল করবেন না, এটি একটি শক্তিশালী দল।’ ভারতের স্কোয়াড নিয়ে বেন স্টোকসদের সতর্ক করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ও ইয়ন মর্গ্যান।
গিল ও পন্তের নতুন টিম ইন্ডিয়াকে দেখে কী বললেন ইংল্যান্ডের দুই প্রাক্তনী? (ANI Photo)
‘ভুল করবেন না, এটি একটি শক্তিশালী দল।’ ভারতের স্কোয়াড নিয়ে বেন স্টোকসদের সতর্ক করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ও ইয়ন মর্গ্যান।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে শুভমন গিলকে ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে খুশি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ও ইয়ন মর্গ্যান। উভয় কিংবদন্তিই গিলের প্রশংসা করেছেন। গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তকে সঠিক মনে করেন তাঁরা। দুই তারকার মতে রোহিত শর্মা, বিরাট কোহলি, ও রবিচন্দ্রন অশ্বিন-এর অবসরের পর নতুন যুগে প্রবেশ করার জন্য শুভমন গিল প্রস্তুত।
নাসের হুসেনের মতে, ‘শুভমন একজন উচ্চমানের খেলোয়াড়।’ Sky Sports-এ নাসের হুসেন বলেন, ‘নয় মাস আগে যদি ভারতের সম্ভাব্য স্কোয়াড তৈরি করতেন, তাহলে তাতে নিশ্চয়ই থাকতেন রবি অশ্বিন, বিরাট কোহলি, রোহিত শর্মা – ভারতের তিন কিংবদন্তি। কিন্তু তারা সকলেই এখন অবসর নিয়েছেন। রোহিত অবসর নেওয়ায় একজন নতুন অধিনায়কের প্রয়োজন ছিল এবং শুভমন সেই দায়িত্ব পেয়েছে। এটি তার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’
তিনি আরও বলেন, ‘জসপ্রীত বুমরাহও অধিনায়ক হতে পারতেন, আগেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু যেহেতু সে সব পাঁচটি টেস্ট খেলবে এমন নিশ্চয়তা নেই এবং তার ইনজুরির ইতিহাস আছে, ভারত ভবিষ্যতের কথা চিন্তা করছে। একজন দীর্ঘমেয়াদে খেলার মতো ক্রিকেটার চাই। তারা মনে করছে, শুভমন গিল সেই ব্যক্তি। সে একজন উচ্চমানের ব্যাটার। যদিও ঘরের বাইরে তার রেকর্ড কিছুটা দুর্বল, তবে সাম্প্রতিক আইপিএলে সে ভালো নেতৃত্ব দিয়েছে। আমার মতে, এটি ভালো সিদ্ধান্ত।’
নাসের হুসেন আরও বলেন, ‘তবে যেমনটা শুরুতেই বলেছি, এখানে অনেক বড় নাম অনুপস্থিত। আর এ কারণেই এটি ইংল্যান্ডের জন্য ভালো সুযোগ। তবে ভুল করবেন না, এটি একটি শক্তিশালী স্কোয়াড। করুণ নায়ার যেমন, আট বছর ধরে টেস্ট খেলেননি, তবে শেষবার যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন, তখন ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এরপর থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন।’
ইয়ন মর্গ্যান বলেন, ‘শুভমন গিল প্রাকৃতিক নেতা।’ ইয়ন মর্গ্যান, যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এ গিলের অধিনায়ক ছিলেন, তিনিও হুসেনের মতামতের সঙ্গে একমত হয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, অনেকগুলো বড় নাম অনুপস্থিত – বিরাট কোহলি, রোহিত শর্মা, এবং অশ্বিন। কিন্তু তবুও এটি একটি শক্তিশালী স্কোয়াড। আমার মতে অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্তটি একদম ঠিক হয়েছে। আমি শুভমন গিলের সঙ্গে কয়েক বছর আগে KKR-এ খেলেছিলাম। সে একজন স্বাভাবিক নেতা, দায়িত্ব নিতে পছন্দ করে এবং দলের ভিতরে মেথডোলজি নিয়ে প্রশ্ন করতেও পিছপা হয় না। কিন্তু সে সবসময় দলের সম্মিলিত লক্ষ্যে মনোযোগ ধরে রাখে।’