বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। এদিকে, অভিজ্ঞ ব্যাটসম্যান সুনীল গাভাসকরও নিজের মত প্রকাশ করেছেন। হঠাৎ সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।
সুনীল গাভাসকরের মতে রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। কারণ ভারতীয় দলের জন্য সিরিজের পরবর্তী দুটি টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমন সেই ম্যাচেই যে দলের শক্তি কমে যাবে তা মনে করেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন… ইংলিশ ক্রিকেটে বাবা-ছেলের জুটি! কোচ অ্যান্ড্রু ফ্লিনটফের দলে জায়গা পেলেন রকি ফ্লিনটফ
রবিচন্দ্রন অশ্বিনের উপর রেগে গেলেন সুনীল গাভাসকর-
চলতি বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন অশ্বিন। পাঁচ ম্যাচের সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে ভারত। সুনীল গাভাসকর সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টারকে বলেছেন, ‘তিনি বলতে পারতেন, দেখুন, সিরিজ শেষ হওয়ার পর আমি অবসর নেব। এরপর থেকে ভারতীয় দলে নির্বাচনের জন্য আমায় পাওয়া যাবে না। তবে অশ্বিন সেটা করলেন না। তিনি যেটা করলেন তার মানেটা কী হল? মহেন্দ্র সিং ধোনিও ২০১৪-১৫ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের পর একইভাবে অবসর নিয়েছিলেন। এমনটা হলে দলে একজন সদস্য কমে যায়।’
আরও পড়ুন… দলে চোট পাওয়া কেশব মহারাজ! পাকিস্তানের বিরুদ্ধে ১৬ জনের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে চাপে পড়বে টিম ইন্ডিয়া
সুনীল গাভাসকর আরও বলেন, ‘নির্বাচন কমিটি কোনও না কোনও উদ্দেশ্য নিয়ে এই সফরের জন্য এত খেলোয়াড়কে বেছে নিয়েছে। কোনও খেলোয়াড় ইনজুরিতে পড়লে সে দলে অন্তর্ভুক্ত যে কোনও রিজার্ভ খেলোয়াড়কে বেছে নিতে পারে।’ ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন যে সিডনিতে অনুষ্ঠিতব্য পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচে অশ্বিন তার ভূমিকা পালন করতে পারতেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন।
আরও পড়ুন… ভিডিয়ো: তোমরা আমায় মেরে ফেলবে নাকি... অশ্বিনের অবসরের পর কেন এমন কথা বললেন রোহিত শর্মা?
সিডনিতে ভারতীয় দল অশ্বিনকে মিস করবে-
সুনীল গাভাসকর বলেন, ‘সিডনি এমন একটি জায়গা যেখানে স্পিনাররা অনেক সাহায্য পায়। সেখানে দুই স্পিনার নিয়ে খেলতে পারে ভারত। ওই ম্যাচে তার দলে থাকা উচিত ছিল। আমি জানি না মেলবোর্নের পিচ কেমন হবে। সাধারণত আপনার মনোযোগ যায় সিরিজের শেষ ম্যাচে।’