বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত- বিশ্বকাপে আফগানিস্তানের চমকপ্রদ সাফল্যের পরেও, ওডিআই থেকে অবসর নিয়ে একই জায়গায় আটকে নবীন
পরবর্তী খবর
এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত- বিশ্বকাপে আফগানিস্তানের চমকপ্রদ সাফল্যের পরেও, ওডিআই থেকে অবসর নিয়ে একই জায়গায় আটকে নবীন
2 মিনিটে পড়ুন Updated: 26 Oct 2023, 06:46 AM ISTTania Roy
চলতি ওডিআই বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারানোর পর তারা পাকিস্তানকেও হারিয়ে দিয়ে সকলকে চমকে দিয়েছে। এমন চমকপ্রদ পারফরম্যান্সেরও পরেও, নবীন-উল-হক কিন্তু ওডিআই থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে পিছু হটছেন না। তিনি আবারও স্পষ্ট করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন।
নবীন-উল-হক।
তারিখটি শুধু খেলার ইতিহাস বইয়েই লেখা থাকবে না, আফগানিস্তানের সেই সমস্ত প্লেয়ারদের স্মৃতিতেও থেকে যাবে, যাঁরা বিপর্যয়টা ঘটিয়ে ফেলেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দিল্লিতে পরাজিত করার পর, চিপকে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছেন রশিদ খানরা। আফগানিস্তান ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তাড়া করে ৮ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে চলতি আইসিসি বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে।
আফগানিস্তানের পেসার নবীন-উল-হকও এই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর কাছেও ওডিআই পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের এই সংস্করণটি উজ্জ্বল হয়ে থেকে যাবে মনের মণিকোঠায়। এর জন্য অবশ্য টুর্নামেন্ট শেষ হওয়ার পরে ওডিআই থেকে তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না। নবীন স্পষ্ট করে দিয়েছেন, এটা তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত।
পাকিস্তানকে হারিয়ে আফগানরা যখন উচ্ছ্বাসে ভাসছেন, তখন নবীনকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তাঁর অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কিনা! এৎ উত্তরে তারকা স্পষ্ট বলে দিয়েছেন, ‘একদমই না। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সৌভাগ্যবশত, আমি আমার বাকি জীবন এই বিশ্বকাপকে মনে রাখতে পারব।’
২৪ বছর বয়সী তারকা গত মাসে আফগানিস্তানের বিশ্বকাপের দল ঘোষণার পর জানিয়ে দিয়েছিলেন, ওডিআই থেকে তাঁর অবসরের সিদ্ধান্ত কথা। টি-টোয়েন্টি ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। তবে চলতি বিশ্বকাপের এই সাফল্য নবীন উৎসর্গ করেছেন তাঁর দেশের মানুষকে।
তিনি বলেছেন, ‘আমাদের দেশের মানুষের কাছে এর অর্থ অনেক বেশি। আমরা সবাই সেখানকার পরিস্থিতি জানি। কয়েক দিন আগে ভূমিকম্পও হয়েছিল। ক্রিকেট ছাড়া দেশে খুব একটা সুখ নেই। তাই এই জয়ের (পাকিস্তানের বিরুদ্ধে জয়) মাধ্যমে আমরা অন্তত দেশের মানুষদের কিছু সুখের মুহূর্ত দিতে পেরেছি। এই রাতের (সোমবার) জয়টা আমাদের জন্য বেশ বড় বিষয়।’
নবীন গোটা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে বেড়ান। অনেকেই মনে করছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও বেশি করে খেলার জন্যই নবীন ওডিআই থেকে তড়িঘড়ি অবসর নিয়ে ফেললেন। বর্তমানে, ৫০-ওভারের ফর্ম্যাটে তাঁর পরিসংখ্যান আহামরি কিছু নয়। তিনি সব মিলিয়ে ১২টি ওডিআই খেলেছেন এবং ২০ টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা পরিসংখ্যান ৪/৪২। ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে-তে আফগানিস্তানের হয়ে তাঁর অভিষেক হয়। বিশ্বকাপের আগে তিনি শেষ বার জাতীয় দলের হয়ে ২০২১ সালে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। এর পর বিশ্বকাপে নিয়মিত ভাবেই খেলার সুযোগ পাচ্ছেন।