পূর্ব বর্ধমানের বৈদ্যপুরের জনসভা থেকে বিজেপি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দুটি বড় ঘোষণা করলেন ডায়মন্ডহারবারের সাংসদ। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে দুয়ারে সরকারের প্রতিনিধি রেশন পৌঁছে দিয়ে আসবে বলে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনের আর বাকি তিনদিন। এই পরিস্থিতিতে রাজনৈতিক প্রচারে সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। এই আবহে পূর্ব বর্ধমানের বৈদ্যপুরের জনসভা থেকে বিজেপি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দুটি বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী ৬ মাসের মধ্যে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে দুয়ারে সরকারের প্রতিনিধি রেশন পৌঁছে দিয়ে আসবে বলে বুধবার জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে দুয়ারে রেশন নিয়ে ডিলার এবং সরকারের মধ্যে মতবিরোধ আছে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। আর বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। তাই আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল। এবার তা মিটে গিয়েছে।’ দুয়ারে রেশন ব্যবস্থা নিয়ে ডিলাররা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে ছিলেন। কিন্তু তাঁদের আবেদনে স্থগিত করে দেন বিচারপতি। আর দুয়ারে রেশন চলবে বলে জানিয়ে দিয়েছেন।
অন্যদিকে গ্রামবাংলার মানুষজনকে নিয়ে নয়াদিল্লি গিয়ে আন্দোলনের কথা বলেছেন অভিষেক। সেটা বারবারই বলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পরই একশো দিনের টাকা আদায় করতে নয়াদিল্লি যাবেন তিনি বলে জানিয়েছেন। এবার মঞ্চ থেকে আরও বললেন, ‘একশো দিনের টাকা আদায় করতে দিল্লিতে গেলে নাকি অমিত শাহের পুলিশ আমাদের ডান্ডা পেটা করবে। বিজেপি নেতারা এসবই তো বলছে। আপনারা একটু কসরত করে নিন। যাতে ডান্ডা মারলে ডান্ডা ভেঙে যায়, মেরুদণ্ড নয়। আর আমিও দেখব কত ডান্ডা মারতে পারে। আপনাদের আরও একটা কথা বলে যাচ্ছি, এই আন্দোলনে প্রয়োজন হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেবেন।’
আর কী বলেছেন অভিষেক? এদিন পূর্ব বর্ধমানের কালনার বৈদ্যপুরের নির্বাচনী জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানের মঞ্চ থেকেই তাঁর দাবি, ‘দু’বছর ধরে রেশন ডিলারদের বড় অংশ সুপ্রিম কোর্ট–কলকাতা হাইকোর্ট করলেন। যাতে দুয়ারে রেশন প্রকল্প আইনি জটিলতায় আটকে থাকে। আজ থেকে দু’আড়াই মাস আগে সুপ্রিম কোর্টে এই আইনি জটিলতার সমাধান হয়ে গিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৬ মাসের মধ্যে অন্য কোনও জায়গা থেকে নয় দুয়ারে সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে।’