রাজ্যে ভোট হিংসার বিরোধিতায় মুখ খুললেন শিল্পী শুভাপ্রসন্ন। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যে ভোট হিংসার সংস্কৃতি বদলে মুক্তমনা ও বুদ্ধিজীবীদের পথে নামার আহ্বান জানান তিনি।
এদিন শুভাপ্রসন্ন বলেন, ‘যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না’।
শিল্পীর প্রশ্ন, ‘এত প্রাণ কেন যাবে? রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথ, যারা সারা পৃথিবীকে পথ দেখিয়েছেন সেখানে এই সংস্কৃতি আমরা চাই না’।
শুভাপ্রসন্নের আহ্বান, ‘সময় এসেছে, মুক্তমনা, বুদ্ধিজীবী মানুষ জোট বেঁধে পথে নামুক এই আহ্বান করতে পারি। আমার বিশ্বাস হাজার হাজার মানুষ তাতে যোগ দেবেন। আমরা আবার মিছিল করতে পারি, যে মিছিল আমরা করেছিলাম, সংস্কৃতি বদলের মিছিল’।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এত মানুষের মৃত্যুতে কি তিনি লজ্জিত? জবাবে শুভাপ্রসন্ন বলেন, ‘লজ্জা করে। যে গর্বের মানুষরা পথ দেখিয়েছেন সেই পরম্পরার প্রতিনিধি ভাবতে ঘৃণা হচ্ছে। ভারতে কোথাও এটা হয় না। এর পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে’।
বলে রাখি, চলতি বছর ফেব্রুয়ারিতে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শুভাপ্রসন্নের। এর পর শাসকদল ও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বোমা ফাটিয়েছেন শিল্পী। এমনকী ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি বলেও মন্তব্য করেন তিনি।’