চলছিল ভোটের প্রচার। বিজেপির সদস্যরা করছিলেন প্রচার। তারই মাঝে তাল কাটল। বিজেপির প্রচারের মাঝে সদস্যদের কাছে এক মহিলা প্রশ্ন করেছিলেন এনডিএ সরকারের আমলে জিএসটি নিয়ে। প্রশ্ন যেতেই মহিলাকে মারধর করার অভিযোগ রয়েছে ওই বিজেপি সদস্যদের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হয়েছে। এদিকে, ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির বিরোধীপক্ষের নেতারা।এই মারধরের অভিযোগ ঘিরে যে ঘটনা ঘটেছে, তা তামিলনাড়ুর তিরুপুর সংসদীয় ক্ষেত্রের। সেখানে আথুপালায়ামের আম্বেদকর নগরে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেখানে ডিএমকে নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা আঙুল তোলেন বিজেপির বিরুদ্ধে। তামিলনাড়ুর শাসকদল ডিএমকের মন্ত্রী টিআরবি রাজা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হন। এদিকে, গোটা ঘটনা এ জামা কাপড়ের দোকানে ঘটে গিয়েছে বলে খবর। আথুপালায়ামের আম্বেদকর নগরে ডি সঙ্গীতার একটি কাপড়ের দোকান রয়েছে। সেখানে বিজেপির সদস্যরা প্রচার করতে গিয়েছিলেন বলে খবর। তখনই ডি সঙ্গীতা প্রশ্ন তোলেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে কেন বেড়ে যাচ্ছে জিএসটি? প্রশ্ন শুনতেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন বলে অভিযোগ। দুই পক্ষের ঝগড়াা শুরু হয়। তারপরই ওই মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা ভিডিয়ো বন্দি করেছিলেন সঙ্গীতা। আর সেই ভিডিয়োই তিনি ফেসবুকে পোস্ট করেন। তারপর তা ভাইরাল হয়ে যায়।জানা গিয়েছে দ্রবিড়াদার ভিদুথালাই কাজাঘম পার্টির সদস্য ওই ডি সঙ্গীতা। তিনি বিজেপির সদস্যদের কাথে প্রস্ন তুলতেই দুই পক্ষের ঝগড়া গড়ায় মারধরে বলে অভিযোগ। দেশে জিএসটি কেন হু হু করে বাড়ছে, সেই প্রশ্ন তুলেছিলেন মহিলা। এরপর তাঁকে মারধর করতে গোটা ঘটনা নিয়ে তিন পুলিশের দ্বারস্থ হন। এলাকার ভেলাপালায়ম পুলিশ স্টেশনে তিনি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ও ৩২৩ ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মহিলা হেনস্থা সংক্রান্ত মামলা রয়েছে ।