রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণের দিন সকালেই ‘তৃণমূলের কপালে দুঃখ রয়েছে’ বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পানিহাটিতে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের মনোনয়ন পেশের শোভাযাত্রায় যোগদান করে একথা বলেন তিনি। সঙ্গে তৃণমূল নেতাদের শুভেন্দুর হুঁশিয়ারি, ‘বিজেপি কর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো করুন। নইলে ৪ জুনের পর অনেক কিছু হতে পারে।’
আরও পড়ুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ বলেই TMCর গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেখাচ্ছে: মোদী
পড়তে থাকে: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই মহিলাদের
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘যে কায়দায় তৃণমূল এর আগে ভোট করেছে এবার পারছে না। বিশেষ সম্প্রদায়ের লোকেরাও ভিতরে ঢুকে চোরামূলকে কেউ ভোট দিচ্ছে না। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী ভীষণ সক্রিয়। ওরা ৩৫টা করে QRT দিয়েছিল এখন বাড়িয়ে ৫০টা করেছে। রাজ্য প্রশাসনের আধিকারিকরা বিজেপি অধ্যুষিত এলাকায় ভোটগ্রহণের গতি মন্থর করতে চাইছে। বুথ চত্বর ও ভোটদানের কক্ষ ১০০ শতাংশ সুরক্ষিত রয়েছে। নির্বাচন কমিশনের নজরদারিতে ওয়েবকাস্টিং সঠিকভাবে কাজ করছে’।
শুভেন্দুবাবুর হুঁশিয়ারি, ‘তৃণমূলের কপালে দুঃখ আছে। সকালবেলা বলে গেলাম। তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। আর বাকি যে দফাগুলো রয়েছে সেখানকার তৃণমূল নেতাদের বলব, বিজেপি কর্মীদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন। নইলে ৪ তারিখের পরে অনেক কিছু ঘটবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফায় রাজ্যে আরও আধাসেনা আসবে। তখন তৃণমূলের হাল আরও খারাপ হবে। শুধু ঠাকুরকে ডাকুন। যেন ভোটদানের হার ৮০ শতাংশের বেশি থাকে। তাহলেই হীরকরানি বাই বাই।’
আরও পড়ুন: এর পর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে, চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের
সোমবার রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে মোট ৬টি আসনে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। বর্ধমান - দুর্গাপুরের মন্তেশ্বরে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলি দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় দিলীপবাবুর নিরাপত্তারক্ষীদের গাড়ির কাচ ভেঙেছে। আহত হয়েছেন ১ জন জওয়ান।