কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে নিজের লুক-এর জন্য শুরু থেকেই চর্চায় রয়েছেন উর্বশী রাউতেলা। প্রথম দিন তিনি যখন রেড কার্পেটে হাজির হন, তখন তাঁর পোশাকের চেয়েও মেকআপ এবং প্যারট ব্যাগ বেশি স্পটলাইটে কেড়েছিল। দ্বিতীয়বার যখন রেড কার্পেটে ছেঁড়া পোশাকে হাজির হয়ে চর্চায় ছিলেন তিনি। আর এবার তৃতীয়বারের জন্য উর্বশী যখন তিনি রেড কার্পেটে পৌঁছোলেন, তখন আরও একবার আলোচনায় উঠে এল তাঁর ব্যাগটি। শুধু তাই নয়, একটি ভিডিওও ভাইরাল হচ্ছে যেখানে তিনি ফটোশুট করছেন এবং সমস্ত অতিথিকে তাঁর পিছনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।
প্রথমেই আসা যায় উর্বশীর ব্যাগের কথায়। এবার উর্বশী ব্রা ডিজাইনের এক ব্যাগ নিয়ে রেড কার্পেটে হাজির হন। শুধু তাই নয়, সেই ব্রা ব্যাগে একটি নেকলেসও ছিল। তাই সটিকে ব্রা নেকলেস ব্যাগও বলতে পারেন।
উর্বশীর ভিডিওটিতে দেখা যায়, তিনি কীভাবে সিঁড়িতে দাঁড়িয়ে ফটোশুট করছেন। আর সেসময় তিনি নিজেও হয়ত জানেন না যে তাঁর পিছনে বাকি অতিথিরা তখন অপেক্ষা করছেন। উর্বশী যখন ফটোশুটে ব্যস্ত, তখন আর পিছনে অনেকের লাইন পড়ে যায়। ভিডিওটি শেয়ার করে ডায়েট সব্য-র ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘ইনিই প্রথম মহিলা নন যিনি ফটোশুটের জন্য সবার পথ আটকে দিয়েছেন।’
আরও পড়ুন-১৫০ কোটির গণ্ডি ছাড়াল অজয় দেবগনের ছবি, 'শয়তান'কে হারাতে আর কত দূরে রেইড ২ ? আয় কত হল?
উর্বশীর এই ভিডিওতে নেটপাড়ার বহু লোকজন নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘উর্বশীর পিআর টিম খুবই শক্তিশালী। প্রথম মহিলা যিনি তাঁর নিজের গডফাদার।’ একই সঙ্গে একজন লিখেছেন, ‘উর্বশীর ওপর ডাকু মহারাজের আশীর্বাদ রয়েছে। কেউ তাদের থামাতে পারবে না।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
এর আগে ডায়েট সব্যা জানিয়েছিলেন যে উর্বশী প্রথম দিন যে তোতা ব্যাগটি নিয়ে গিয়েছিলেন তার মূল্য ৪.৬ লক্ষ টাকা।
এদিকে সম্প্রতি নিজের পোশাক ছিঁড়ে যাওয়ার বিষয়ে উর্বশী জানান, তিনি যখন অনুষ্ঠানে আসছিলেন, তখন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ান। তখন তাঁকে বাঁচাতেই চালক গাড়ি থামান এবং সেই সময়ই ধাক্কা লেগে তাঁর পোশাকটি ছিঁড়ে যায়।