মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণের অভিযোগে নির্বাচ🙈ন কমিশনের শো-কজের পরেও মেজাজ এতটুকু বদলায়নি বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি, তৃণমূলকে পালটা আক্রমণ করেন তিনি। বলেন, রাস্তার রাজনীতিতে এঁটে উঠতে পারছে না বলে মেসোমশাইয়ের কাছে যাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন: প্রচারে ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাꦍচ্ছেন না মহুয়া মৈত্র
এদিন দিলীপবাবু বলেন, ‘এটা তো রুটিন ব্যাপার। আমার আইনজীবীরা দেখছেন। চিঠি রেডি। সময় মতো পাঠিয়ে দেব। আইন𒈔ের কথা আইনি ভাবে হবে। কিন্তু অবাক লাগল, একটা চিঠি দিতে ১০ জন গেছে TMCর! ভাই কী এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো? তোমরা যখন রাস্তা ঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরা🍎ষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি নড্ডাজি, কার নামে কী না বলেছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না। মেসোমশাই কান মুলে দিন। পারছ না রাস্তায় রাজনীতি করতে তাই নির্বাচন কমিশনের কাছে যেতে হচ্ছে? যাও ঠিক আছে। আমরাও আইন মেনে কাজ করি’।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে বড় ঘোষণা, ♛বাংলায় ১০০ দিনের কাজের মজুরি বাড়াল কেন্দ্রীয় 🐈সরকার
তিনি বলেন, ‘আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক, শালীনতার মধ্যে আমরাও এটা মনে করি না। আমিও পার্টিকে আমার বক্তব্য জানাব। যারা কোনও দিন রাজ্যপালের কাছে যেত না। রাজ্যপালকে গালাগাল করত তারা রাজ্যপালের কাছে চা খেতে যা꧅চ্ছে। নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে, কেন ময়দানে লড়তে পারছ না’?
মঙ্গলবার 🌼দিলীপবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী কখনও বলছেন উনি গোয়ার মেয়ে। কখনও বলছেন ত্রিপুরার মেয়ে। উনি আগে ঠিক করুন উনি কার মেয়🥃ে। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’ দিলীপবাবুর বক্তব্য অসাংবিধানিক বলে দাবি করে বুধবার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল।