প্রতিটি নির্বাচনী এলাকায় ৫টির চেয়েও বেশি পোলিং স্টেশনে বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাটেপ পেপার স্লিপ যাচাই করার নির্দেশ দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে পাঁচ রাজ্যের ভোট গণনার আগে সেই আবেদন শুনল না দেশের শীর্ষ আদালত।উত্তরপ্রদেশের এক সমাজকর্মী রাকেশ কুমার আদালতের জরুরী ভিত্তিতে আবেদন জানিয়েছিলেন যে অন্তত ৫টির বেশি পোলিং স্টেশনে ভিভিপ্যাটের স্লিপ গণনার জন্য যেন নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। ভোট গণনার প্রায় ৪৮ ঘণ্টা আগে এই আবেদন করা হয়। ২০১৯ সালের একটি রায়ের কথাও উল্লেখ করা হয় আবেদনে।তবে আদালত জানিয়েছে আবেদনকারী পিটিশনের একটি কপি কমিশনের কাছে পাঠাতে পারেন। তবে কমিশন আদালতে জানিয়েছে, নির্বাচনী টিম পাঁচ রাজ্যেই প্রস্তুতি নিয়েছে। এখন এনিয়ে কোনও পরিবর্তন করা সম্ভব নয়। ২০১৯এর রায় মেনেই কাজ হচ্ছে। কমিশনের আইনজীবী জানিয়েছেন, আবেদনকারী এখন ৫টির থেকে বাড়িয়ে ২৫টি চাইছেন। প্রসঙ্গত ভিভি প্যাটের স্লিপের মাধ্যমে ভোটারের ভোট যে তার প্রত্যাশিত জায়গাতেই পড়েছে তা যাচাই করা হয়। এদিকে প্রধান বিচারপতি রামান্না , বিচারপতি এএস বোপান্না ও হিমা কোহলির বেঞ্চ জানিয়েছে, কমিশন যদি ২০১৯এর রায় মেনে চলেন তবে আমরা এনিয়ে হস্তক্ষেপ করব না। এদিকে ২০১৯ সালের ওই রায়ে বলা হয়েছিল ওলটপালট করে ৫টি পোলিং স্টেশনের ভিভি প্যাটের পেপার স্লিপকে যাচাই করতেই হবে। এদিকে আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, ভোটারদের স্বস্তির জন্য অন্তত ২৫টি পোলিং স্টেশনের ভিভি প্যাটের স্লিপ যাচাই করা দরকার। কিন্তু সেই আবেদনে কার্যত কর্ণপাত করেনি আদালত।