রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ এমন একটি সিনেমা ছিল, যা বহু মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে বাধ্য করেছিল। ডিগ্রী নয়, বরং যোগ্যতার দিকে বেশি জোর দিয়েছিল এই সিনেমার গল্প। আমির, ꦐমাধবন এবং শরমন ছাড়াও অভিনয় করেছিলেন একাধিক তারকা, যাদের অভিনয় এই সিনেমাটিকে আরও বেশ সফল করে তুলেছিল।
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। মিলিমিটার অব সেন্টিমিটার হো গ্যায়া, 🔴ডায়লগটি হয়তো আজও মনে আছে সকলের। সিনেমার শুটিংয়ের বেশ কিছু ঘটনা সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে শেয়ার করেছেন মিলিমিটার ওরফে🐽 রাহুল কুমার। কীভাবে পেলেন তিনি এই চরিত্রটি?
আরও পড়ুন: পরীমনির সঙ্গে কেক কাট🔴তে গিয়ে রহস্য মৃত্যু! ঘটনা ঘিরে শোরগোল, কীভাবে জড়িয়ে পড়লেনไ সোহম?
রাহুল বলেন, আমি যখন ‘ব্লু আমব্রেলা’ সিনেমায় অভিনয় করেছিলাম তখন আমার বয়স ছিল ৬। এরপর ‘ওমকারা’ সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলাম আমি। তারপরেই সুযোগ আসে ‘৩ ইডিয়টস’ সিনেমায় অভিনয় করার। মিলিমিটার চরিত্রের জন্ꦓয প্রায় ৮০০ জন ছেলের অডিশন নেওয়া হয়েছিল। আমি তখন উত্তরাখণ্ডে একটি বিয়েতে গিয়েছিলাম এবং হঠাৎ করেই অডিশনের ডাক পাই। সঙ্গে সঙ্গে মুম্বাই ফিরে আসি এবং অডিশন দিই। তারপরেই মিলিমিটার চরিত্রটির জন্য আমাকে বেছে নেওয়া হয়।
রাহুল আরও বলেন, এত দুর্দান্ত অভিজ্ঞতা ছিল থ্রি ইডিয়টস সিনেমায় কাজ করার। প্রত্যেকে ভীষণ সাপোর্ট করেছিলেন। রাজু স্যার তো আমার বেস্ট ফ্রেন্ডের মতো। কোনও সমস্যা হলে এখনও আমি স্যারকে ফোন করি। স্যার সব সময় আমার ফোন তোলেন এবং আমাকে গাইড করেন। তবে শুটিং চলাকালীন বেশ কিছু মজার ঘট♍নাও ঘটেছিল।
আমির স্যার ভীষণ মজা করতেন শুটিং ফ্লোরে। করিনা ম্যামের সঙ্গে আমায় পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন আমি ওমকারায় অভিনয় করেছিলাম। আমির স্যার আরও বলেন, আমি বিয়ে করে ফেলেছি। করিনা ম্যামকে আমার ব🦩োঝাতে আধঘন্টা লেগেছিল যে আমির স্যার মজা করছেন। রানী ম্যামকে নিয়েও একবার এরকম মজা করেছিলেন আমির স্যার।
আমির স্যার খালি আমায় জিজ্ঞাসা করতেন আমার প্রিয় নায়িকা কে? আমি বলতাম, সবাই ভালো। তখন হঠাৎ করেই জিজ্ঞাসা করলেন রানী মুখার্জিকে কেমন লাগে? আমি বলেছিলাম, অতটা ভালো লাগে না। সঙ্গে সঙ্গে রানী ম্যামকে আমির স্যার ফোন করে বলেন, আমার সেটে একজন অভিনেতা রয়েছে, যার তোমাকে একেবারে পছন্দ নয়, এই নাও কথা বল। আমি সঙ্গে সঙ্গে সেখান ༺থেকে পালিয়ে যাই। এরকম যে কত মজার ঘটনা ঘটেছিল তা বলার নয়।
আরও পড়ুন: ‘আলিয়ার সঙ্গে কাজ করলে পরের ছবি🎃র ব্যান্ড বেজে যাবে’, কেন এমন বললেন 'জিগরা'ꦓর পরিচালক ভাসান বালা?
আরও পড়ুন: দেব যেন আগুনের গোলা! সন্তানকে হারিয়ে শুক্রবারেও বক্স অফিসে🔯 বাজিমাত খাদানের, ৮ দিনের ম🥂োট আয় কত
৩ ইডিয়টস প্রসঙ্গে রাজীব রবীন্দ্রনাথন
রবীন্দ্রনাথন বলেন, আমার চরিত্রটি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। মূত্র বিসর্জনের সেই💯 দৃশ্য, আজও মানুষ মনে রেখেছে। আমার কেরিয়ারের সব থেকে স্মরণীয় শুটিং ছিল থ্রি ইডিয়টস সিনেমার শুটিং। আগে থেকে কোনও রকম প্র্যাকটিস ছিল না, কোনও সংলাপ মুখস্ত ছিল না, চার দিন ১২ ঘন্টার জন্য শুটিং রাখা হয় সকলের। র𒁏াজু স্যার সত্যি পারেন সকলকে একটা জায়গায় এনে শুটিং করতে। এটা আমি কোনও দিন ভুলবো না।