গদর-২ সফল, তাই এবার বর্ডার-২ আনার পরিকল্পনা করছেন সানি দেওল। হ্যাঁ, ঠিকই শুনছেন। জানা যাচ্ছে, বর্ডার-💖২ প্রযোজনা করবেন জেপি দত্ত, যিনি ১৯৯৭ সালে ব্লকবাস্টার হিট ‘বর্ডার’ ছবিটি পরিচালনা করেছিলেন। জানা যাচ্ছে, সানি দেওল ছাড়াও বর্ডার-২ বর্তমান প্রজন্মের একাধিক অভিনেতা দেখা যেতে পারে বলে খবর। খুব শীঘ্রই নাকি ‘বর্ডার ২’-র কথা আনুষ্ঠানিক ঘোষণা হবে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘বর্ডার’ ছবিটি ছিল ব্লকবাস্টার, যেখানে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, ꦚসুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পূজা ভাট, তাবু, সর্🌊বাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। ছিলেন রাখী, কুলভূষণ খারবান্দা এবং পুনীত ইসার। এটি ছিল ৯০ এর দশকের সবথেকে বড় ব্লকবাস্টার।
আরও পড়ুন-Amitabh-Shahrukh-Gauri: কথা রাখেননি শাহরুখ, অনুরোধ সত্ত্বেও আসেননি গৌরী: অমিতাভ বচ্চ♑ন
আরও🌺 পডুন-Deepika Got Angry: 'এ🅺খানে ঢোকার অনুমতি নেই', মেজাজ হারিয়ে চেঁচামেচি জুড়লেন দীপিকা

আসছে বর্ডার ২
পিঙ্কভিলা সূত্রে খবর, গত ২-৩ বছর ধরেই বর্ডারের সিক্যুয়াল তৈরি চেষ্টা চলছিল। এটা নিয়ে জেপি দত্ত ও তাঁর মেয়ে নিধি দত্তের মধ্যে আলোচনাও চলছিল। তবে গদর ২ সফল হতেই শেষপর্যন্ত ൩বর্ডার ২ আনার পরিকল্পনা সফল হতে চলেছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল বর্ডার। তবে বর্ডার-২তে কোন যুদ্ধের গল্প বলা হবে তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সিনেমাপ্রেমীদের মনে আগ্রহ জাগবে। শোনা যাচ্ছে বর্ডার-২ তে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটেই এমন একটি গল্প বলা হবে, যা এখনও পর্দায় বলা হয়নি।
সূত্রের খবর বর্ডার-২ একটা দারুণ ꧅অ্যাকশন ছবি হতে চলেছে। এই ছবিতে মূলত তরুণ প্রজন্মের অভিনেতাদেরই নাকি নেওয়া হবে। বর্ডার-এর পুরনো টিম থেকে থাকবেন শুধু একা সানি দেওল। তবে ছবিতে কোন অভিনেতাদের নেওয়া হবে, তা এখনও জানানো হয়নি। এদিরে শেষ পাওয়া খবর অনুসারে সানি দেওলের গদর-২ ব্যবসা ৩০০ কোটি পার করে ফেলেছে।