প্রকাশ্যে এল নতুন ছবি অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবির ট্রেলার। সোমবার ৫ ফেব্রুয়ারি এই ছবির নির্মাতারা ছবিটির ট্রেলার প্রকাশ্যে আনেন। ভিকি কৌশল নিজে এই ছবির ট্রেলার পোস্ট করেছেন। সেখানে উঠে এসেছে সেই সব ছাত্র ছাত্রীদের কথা যারা আইআইটিতে চান্স পেতে চায়। স্যাক্রড গেমসের লেখক বরুণ গ্রোভার এই ছবিটির পরিচালনা করেছেন। প্রযোজনা করেছেন শ্রীরাম রাঘবন। এটি প্রথমবা⛦র ১২ তম ধর্মশালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো উচিত উদ্বোধনী ছবি হিসেবে।
অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবির ট্রেলার নিয়ে কী লিখলেন ভিকি?
এদিন এই ছবির ট্রেলার শেয়ার করে ভিকি কৌশল ইনস্টাগ্রামে লেখেন, 'আমাদের🐷 দুই ইঞ্জিনিয়ারের এই সিনেমার দুনিয়ায় সফর প্রায় একই সঙ্গে শুরু গিয়েছিল মাসান দিয়ে। শালা এই দুঃখ শেষ কেন হতে চায় না রে! ওর ল🅷েখা এই লাইনটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সিন হয়ে থেকে গিয়েছে।'
তিনি আরও লেখেন, 'আম𝔍ি অত্যন্ত আনন্দের সঙ্গে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবির ট্রেলার শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটি আমার বন্ধু এবং অত্যন্ত প্রতিভাবান লেখক বরুণ গ্রোভারের প্রথম পরিচালিত ছবি। আরও অনেক দূরে যা। অনেক শুভেচ্ছা নিস।'
প্রকাশ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবির ট্রেলার
এই আড়াই মিনিটের ট্রেলারে দেখা গিয়েছে কীভাবে ৯০ এর দশকের একজন ১৭ বছর বয়সী ছেলে পরিবারের স্বপ্ন সফল করতে ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে সামিল হয়। সে প্রস্তুতি শুরু করে ভারতের সব থেকে কঠিন পরীক্ষার জ😼ন্য। কোটার একটি আইআইটি কোচিং সেন্টারে ভর্তি হয় সে। কিন্তু সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে কী করে বেঁচে থাকে সেটা নিয়ে এই ছবি।
অল ইন্ডিয়া র্যাঙ্ক ছবিটির বিষয়ে
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বোধিসত্ত্ব শর্মা, সমতা সুদিক্ষা, শশী ভূষণ, গীতা আগরও✨য়াল, প্রমুখ। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবিটি।