দিল্লির রোহিণী সেক্টর ২৪-এ বসবাসকারী ৯ বছর বয়সী ভাবিক গর্গ 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-তে নির্বাচিত হয়েছেন। সে পঞ্চম শ্রেণীর ছাত্র। ডাঃ এস কে আগরওয়াল এবং ডাঃ প্রিয়াঙ্কার ছেলে ভাবিক আপাতত জয় করে নিয়েছে꧒ পুরো দেশের হৃদয়।
KBC-তে অংশগ্রহণের জন্য কয়েক দফা ইন্টারভিউ এবং গ্রাউন্ড অডিশনে সফল হন ভাবিক। সারা দেশের বিভিন্ন স্কুলের শত শত ছাত্রদের মধ্যে থেকে ১০ জন 🐟ছাত্রকে বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে একজন ছিলে🧔ন ভাবিক গর্গ।
দেখা যায়, সুপার সন্দুক রাউন্ডে ৯০ সেকেন্ডে ১০টি প্রশ্নের সঠিক উত্তর দেন এই খুদে। প্রথম কোনো জুনিয়র প্রতিযোগী ১০টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে সক্ষম হল। কেবিসি-র এই রাউন্ডে একটি সঠিক প্রশ্নে পাওয়া যায় ১০ হাজার টাকা। অর্থাৎ ১০টি সঠিক প্রশ্নের সঠিক🍷 উত্তর দেওয়ায় ভাবিক জিতেছে ১ লাখ টাকা। নিয়ম অনুযায়ী, এই ১ লাখ সে ব্যাঙ্কে জমা করতে পারে, অথবা ৫০ হাজার ধনরাশি খরচ করে খরচ করে ফেলা লাইফলাইনও পুণরায় কিনতে পারে।
যারা নিয়মিত কেবিসি ফলো করেন তাঁদের জানান, অমিতাভ আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন যে, যারা সব প্রশ্নের সঠিক উত্তর দেবেন সুপার সন্দুক রাউন্ড🌃ে, তাঁদের নিজের বাড়িতে আমন্ত্রণ করে খাওয়াবেন। বিগ বি তাই শুভেচ্ছা জানান ভাবিককে। এবং প্রশ্ন করেন, সে কি খেতে চায়? যাতে পঞ্চম শ্রেণ🔯ির সেই পড়ুয়া জানায়, সে পনির লাববদার, রুটি আর দই খাবে। আর ডেজার্টে কেক।
আরও পড়ুন: কার্তিক-অজয়ের বৃহস্পতিবারের সংঘাত আরও জো𒈔রদার, সিংঘম না ভুল ভুলাইয়া ৩, কে আগে ছোঁবে ২০০ কোটি
ভাবিকের একটি ছোট ভাই-ও আছে, নাম কার্তিক। সে এই সময় অমিতাভের কাছে প্রশ্ন রাখেন, ‘স্যার ৫০ 🐷হাজার দিয়ে একটা লাইফ লাইন কেনা যাবে। তাহলে তো ও ১ লাখ দিয়ে দুটো লাইফ লাইন ফিরে পাবে’। আর এই খুদের এমন কথায় বিগ বি মুগ্ধ হয়ে দুই ভাইয়ের মা-বাবার উদ্দেশে বলেন, ‘মান্যবর আপনার ঘরে একজন নয়, দুজন বিদ্বান। আপনার ছোটটিও ভীষণ গুণী আর স্মার্ট। ও দেশের ইতিহাস বদলাবে।’ ও মা! তাতে কার্তিকের জবাব ছিল, সে বড় হয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চায়।
আরও পড়ুন: ‘আমি অসুস্থ… অপারেশন হবে’! সোশ্য🔴াল মিডিয়ায় লিখলেন পৌষালী, কী হয়েছে গায়িকার
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই ক্রমাগত আলোচনায় বচ্চন পরিবার। যেখানে অভিষেক আর ঐশ্♑বর্যর ডিভোর্সের খবর আসছে। এখানেই শেষ নয়, কখনো ঐশ্বর্যর চলে যাওয়ার পিছনে দোষ দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে, তো কখনো খোদ অভিষেককেই! চর্চায় নতুন সংযোজন, তিনি নাকি নিমরত কৌরের সঙ্গ ‘পরকীয়া’য় জড়িয়েছেন! তবে গোটা ঘটনায়, আপাতত মুখ বন্ধ গোটা পরিবারের। ভবিষ্যতে তাঁরা কী পদক্ষেপ নেন,🅷 সেদিকে তাকিয়ে অনুরাগীরা।