দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৩ সালে পরপর তিনটি ছবি নিয়ে ফিরেছিলেন শাহরুখ খান। আর তার মধ্꧒যে দুটো ছবি সমস্ত রেকর্ড ভꦺেঙে ব্লকবাস্টার হিট হয়, একটি সুপারহিট। কিন্তু জানেন কি এটা ঘটেছিল আনন্দ পন্ডিতের জন্য। হ্যাঁ, তেমনটাই তিনি এদিন জানালেন। কিন্তু কীভাবে ঘটল সেটা?
আরও পড়ুন: কার্ল মার্ক্স🎃-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী ঘটেছে?
২০১৭ সালে জব হ্যারি মেট সেজল এবং ২০১৮ সালে জিরো পরপর বক্স অফিস🌱ে ফ্লপ কর🗹ায় শাহরুখ সাময়িক বিরতি নেন। মাঝে অবশ্যই মহামারী হানা দেয়। সব মিটিয়ে প্রায় পাঁচ বছর পর ২০২৩ সালে ধামাকা দিয়ে কামব্যাক করেন শাহরুখ। তাঁর দুটি ব্লকবাস্টার হিট অর্থাৎ পাঠান এবং জওয়ান যৌথ ভাবে বক্স অফিসে ২০০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। বর্তমানে সবাই মুখিয়ে আছেন তাঁর পরের ছবি কিংয়ের জন্য। এর আগেই আনন্দ পন্ডিত জানালেন শাহরুখের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন তিনি।
২০২৩ সালে আনন্দ পন্ডিতের ৬০ তম জন্মদিনের পার্টিতে শাহরুখ নিজেও এই বিষয়টি স্বীকার করেছ𒈔িলেন। একটি ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'উনি (আনন্দ পন্ডিত) আমার আধ্যাত্মিক গুরু। উনি বাস্তু খুব ভালো বোঝেন। তাই আমার ছবি না চললে, ভালো ব্যবসা না করলে আমি ওঁকে ফোন করি এখন আমার বাড়ির জিনিস বদলাতে বলি। আম🎐ি ওঁকে বলি যে আমার আগের ছবি চলেনি, কিছু একটা করো। উনি তখন আমায় বলেছিলেন একটা আয়না সরানোর কথা। আর অদ্ভুত ভাবে তারপর থেকে আমার ছবিগুলো হিট করছে।'
এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আনন্দ পন্ডিত জানিয়েছেন, বিষয়টা ঠিক। তাঁর কথায়, 'আমরা যখন ভালো বন্ধু হয়ে যাই তখন থেকে আমি ওঁকে একটি বিশেষ বাস্তু শাস্ত্রে সাহায্য করি যেটা এনার্জি সংক্রান্🍰ত। আমি এটার চর্চা করি। ওঁর বাড়িতে যে এনার্জির অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল সে করে দিই। আর ওঁর জন্য সেটা কাজও কর যায়। ও এত বিনয়ী এবং ভালো মানুষ যে সেটা সবার সামনে স্বীকার করেছে। আমি ওঁর কাছে কৃতজ্ঞ।' কিন্তু কোন দুই ছবি ছিল সেই দুটো? আনন্দ পন্ডিত জানিয়েছেন এই ছবি দুটো আর কোনওটা নয়, বরং কিং খানের ব্লকবাস্টার হিট জওয়ান এবং পাঠান।
শাহরুখ খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন রানি মুখোপাধ্যায়, সুহানা খান, যিশু সেনগুপ্ত, প্রমুখ। এট൩ি একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি হবে।