🅠 করোনা নিয়ে ভয় বাসা বেঁধেছে সকলের মনে। শারীরিক অসুস্থতার থেকেও প্রিয়জনদেꦺর থেকে দূরে থাকার ভয় যেন আরও বেশি করে কাজ করছে। নিভৃতবাসের দিনগুলোয় বাড়ির সবার থেকে দূরে থাকার সে অনুভূতি অনেকেই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই ছবিই ধরা পড়ল বলিউডের তারকা জুটি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির বাড়িতে। কিছুদিন আগেই অঙ্গদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তিনি।
শনিবার করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পান অঙ্গদ। শেষ হয় হোম আইসোলেশনের সময়সীমা। আর এতদিনের নিভৃতবাস শেষে পরিবারের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা ছিল খুব স্পেশ্যাল। যা ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেত্রী নেহা ধুপিয়া। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অঙ্গদকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে ৩ বছরের ম🌄েহের। নিজের আইসক্রিমও তুলে দেয় সে বাবার হ🌞াতে। ভিডিয়োর শেষে নেহা, অঙ্গদ ও মেহেরকে এক ফ্রেমে দেখে খুশি হন নেটিজেনরাও।
করোনা নিয়ে ভয় বাসা বেঁধেছে সকলের মনে। শারীরিক অসুস্থতার থেকেও প্রিয়জনদের থেকে দূরে থাকার ভয় যেন আরও বেশি করে কাজ করছে। নিভৃতবাসের দিনগুলোয় বাড়ির সবার থেকে দূরে থাকার সে অনুভূতি অনেকেই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই ছবিই ধরা পড়ল বলিউডের তারকা জুটি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির বাড়িতে। কিছুদিন আগেই অঙ্গদের করোনা ꦡরিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনে ছিলেন তিনি।
শনিবার করোনা নেগে♛টিভ রিপোর্ট হাতে পান অঙ্গদ। শেষ হয় হোম আইসোলেশনের সময়সীমা। আর🐟 এতদিনের নিভৃতবাস শেষে পরিবারের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা ছিল খুব স্পেশ্যাল। যা ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেত্রী নেহা ধুপিয়া। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অঙ্গদকে দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়ে ৩ বছরের মেহের। নিজের আইসক্রিমও তুলে দেয় সে বাবার হাতে। ভিডিয়োর শেষে নেহা, অঙ্গদ ও মেহেরকে এক ফ্রেমে দেখে খুশি হন নেটিজেনরাও। |#+|
ইনস্টায় এই ভিডিয়ো শেয়ার করে অঙ্গদ লিখেছেন, ‘কোভিড ১৯ তুমি মনুষ্যজগতের কাছে সত্যি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছ। এই সময়টা সত্যি খুব কঠিন। তবে, এটা তোমাকে প্রিয়জনদের গুরুত্ব শেখাবে। ১৬ দিন পর অবশেষে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসছে এবং আমার প্রিয় স্ত্রী নেহা ও মেয়ে মেহেরের সঙ্গে দেখা করতে পেরেছি। এ 💞যেন বহুদিন পর ঘরে ফেরার অনুভূতি। নেহা তুমি আর মেহেরই ভালোবাসায় ভরিয়ে দিয়েছ আমাদের গোটা বাড়ি।’