আরশাদ ওয়ার্সি সম্প্রতি জানিয়েছেন কল্কি ২৮৯৮ এডি ছবিতে নাকি প🧜্রভাসকে জোকারের মতো লেগেছে। আর তারপরই তাঁকে প্রবল কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এরই মাঝে পরিবারের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও কী কাণ্ড ঘটালেন তিনি?
কী করেছেন আরশাদ?
প্রভাসকে কটাক্ষ করার পর যেভাবে সমালোচিত হয়েছেন আরশাদ ওয়ার্সি, তিনি চাননি তাঁর পরিবারের উপর এর প্রভাব পড়ুক। তাই তিনি পরিবারেরไ সঙ্গে একটি নতুন ছবি আপলোড করেও সেটার কমেন্ট সেকশন বন্🐻ধ করে দিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি সেদিন একটি ছবি পোস্ট করেন যেখানে আরশাদ ওয়ার্সির সঙ্গে তাঁর স্ত্রী মারিয়া গোরেট্টি এবং ত꧙াঁদের মেয়েকে দেখা হচ্ছে।
প্রভাসকে কী বলেছিলেন আরশাদ?
কল্কি ২৮৯৮ এ🌌ডি ছবিটি দেখার পর আরশাদ জানিয়েছিলেন যে এই ছবিতে প্রভাসকে জোকারের মতো দেখতে লেগেছে। এরপর তাঁর সেই পোস্টে অনেকেই নানা রকমের মনꦗ্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার অওকাত কী যে এসব বলছেন?' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনার গোটা জীবনের পারিশ্রমিক ওর একটা ছবির পারিশ্রমিক।'
ঠিক কী বলেছিলেন আরশাদ? কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, '💎প্রভাস আমি অত্যন্ত দুঃখিত যে ওকে একেবারেই জোকারের মতো লাগছিল। কেন? আমি ওখানে ম্যাড ম্যাক্স দেখতে চেয়েছিলাম। কিন্তু তুমি এটাকে ♛কী বানিয়ে দিলে? এরম কেন করো বুঝে পাই না।'