গুরুতর সংকটজনক দেবের ‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায়। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে, জানিয়েছেন চিকিৎসকরা। ভেন্টিলেশন সাপোর্টেরা রাখা হয়েছে পরিচালককে। আরও পড়ুন-খাদান ১০ কোটি পার, নতুন বছরেই নতুন রূপে আসছে দেবের ‘রঘু ডাকাত’, থাকবে নয়া চমক?
ফুসফুসে সংক্রমণের কারণে দিন সাতেক আগে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিচালককে। রাখা হয়েছিল আইসিইউ-তে। ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু মারণরোগ ক্যানসার তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারেই কেড়ে নিয়েছে। এর জেরেই গত কয়েকদিনে দ্রুত বিগড়েছে শারীরিক পরিস্থিতি।
গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। বাঘাযতীন মুক্তি পেয়েছিল ২০২৩-এর দুর্গাপুজোয়। তাঁর ঠিক আগেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তিনি। তবে ক্যানসার নিয়ে মাথা ঘামাতে চাননি, জানিয়েছিলেন বাঘাযতীনই এখন তাঁর ধ্যানজ্ঞান। ক্যানসারের ব্যাপারটা চিকিৎসকরা দেখে নেবেন। শুরু থেকেই ক্যানসারকে পরাজিত করার ব্যাপারে আত্মবিশ্বসী তিনি।
আরও পড়ুন-চোখে মুখে উদ্বেগ, কেন আরজি কর হাসপাতালে পৌঁছলেন দেব?
‘বাঘা যতীন’ পরিচালকের অসুস্থতার খবর ছড়াতেই খাদানের প্রচারের মাঝেই তাঁকে আরজি কর হাসপাতালে দেখতে যান দেব। চিকিৎসকের কথায়, ‘দিন যত যাচ্ছে ততই অবস্থা খারাপ হচ্ছে অরুণদার। ফুসফুসের সংক্রমণ আরও বেড়েছে। কোনও অঙ্গ-প্রত্যঙ্গই আর সে ভাবে কাজ করছে না। সংজ্ঞা নেই তাঁর।’
ইতিহাস নির্ভর বায়োপিক তৈরিতে টলিপাড়ার জুড়ি মেলা ভার অরুণ রায়ের। তাঁর হাত ধরেই বিনোদন দুনিয়ায় এসেছেন কিঞ্জল নন্দ। অরুণ রায়ের ‘৮/১২’ ছবিতে বিপ্লবী ‘বিনয় বসু’ চরিত্রে অভিনয় করেছিলেন কিঞ্জল। মূলত তাঁর উদ্যোগেই আরজি করে ভর্তি করানো হয়েছে পরিচালককে। অর্থনৈতিক কারণেই মূলত সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বলে জানিয়েছিলেন কিঞ্জল। ব্যক্তিগতভাবে তিনি অরুণ রায়ের দেখভাল করছেন। কিন্তু সেভাবে সাড়া দিচ্ছেন না পরিচালক।
পরিচালককে দেখতে হাসপাতালে দেব ছাড়াও পৌঁছেছিলেন জিতু কমল, সৃজা দত্তরা। ২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। এরপর‘হীরালাল’, ‘৮/১২’ মতো ছবি উপহার দিয়েছেন। আবার ‘চোলাই’-এর মতো ছবিতে সাম্প্রতিককালের জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন অরুণ রায়। বাঘাযতীনের পরও নতুন ছবির ভাবনা-চিন্তা নিয়েই ব্যস্ত ছিলেন অরুণ রায়। এর মাঝেই এল দুঃসংবাদ। অরুণ রায়ের দ্রুত আরোগ্য কামনা করছে ইন্ডাস্ট্রির সহকর্মীরা।