বলিউডে অভিজিৎ ভট্টাচার্য এমন কিছু গান গেয়েছেন, যা মানুষের মনে আজও রয়ে গিয়েছে। এই গানগুলির মধ্যেই অন্যতম একটি গান ‘বিবি নাম্বার ওয়ান’ ছবির ‘চুনরি চুনরি’। খুব সম্প্রতি বরুণ ধাওয়ানের আসন্ন ছবিতে এই গানটি রিমেক হিসেবে তুলে ধরা হয়েছে। তবে খুব আশ্চর্যজনকভাবে এই গানটির রিমেক নিয়ে অভিজিৎ যা বললেন, তা শুনে ভক্তরা ভীষণ হতাশ হয়েছেন।
সলমন খান, করিশ্মা কাপুর, সুস্মিতা সেন, অনিল কাপুর এবং টাবু অভিনীত বিবি নাম্বার ওয়ান ছবির একটি অন্যতম জনপ্রিয় গান ‘চুনরি চুনরি’। গানটি বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তু ইশক হো না হে’ ছবিতে পুনরায় ব্যবহার করা হবে। গানটির রিমেক নিয়ে ইতিমধ্যেই দর্শকরা অসন্তুষ্ট প্রকাশ করলেও গানটির গায়ক অভিজিৎ ভট্টাচার্য বললেন একেবারে অন্যরকম কথা।
আরও পড়ুন: মঞ্চে উঠতেই ঘটল বিপত্তি! গান গাইতে গাইতে আচমকাই পড়ে গেলেন শাকিরা, তারপর?
আরও পড়ুন: হাসিমুখে ছবি পোস্ট যশের, নুসরতের পোস্টেও কী মিলল সমস্যা মেটার ইঙ্গিত?
চুনরি চুনরি গান প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘আমার কাছে এই গানটি কখনওই অসাধারণ ছিল না। খুব তাড়াতাড়ি গানটি গেয়ে স্টুডিও থেকে চলে গিয়েছিলাম আমি। এই গানটি এমন একটি গান ছিল, যে গানের শুধু কথাগুলো যাতে হিট হয় এটাই চেয়েছিলে নির্মাতারা। গত ২৫ বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে এই গানটি যখনই আমি শুনেছি তখন একটা কথাই মনে এসেছে, গানটির মধ্যে এমন কি আছে যে আমি গানটি গেয়েছিলাম? কেন ভক্তদের মধ্যে এই গানটির এত জনপ্রিয়তা?’
গানটির রিমেক প্রসঙ্গে গায়ক বলেন, ‘এই সমস্ত তুচ্ছ বিষয় এখন আর আমাকে বিরক্ত করে না। এই সমস্ত বিষয় নিয়ে কথাও বলতে চাই না আমি। এখন অরিজিনালের থেকে কপি বেশি বিক্রি হয়। খুব কম মানুষই আসল জিনিসের মূল্য বুঝতে পারেন। তাই এই রিমেক নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই।’
আরও পড়ুন: কানের পর বিদেশের মাটিতে ফের দেশি লুকে আলিয়া, কোথায় গেলেন তিনি?
আরও পড়ুন: অভিনয় ছেড়েছেন বহু আগেই, নানার বিরুদ্ধে এনেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, চিনতে পারছেন ইনি কে?
প্রসঙ্গত, পরিচালক ডেভিড ধাওয়ান এর আগেও ‘কুলি নাম্বার ওয়ান’ এবং ‘জুড়ুয়া’ এই দুটি সিনেমা পুনরায় তৈরি করেছিলেন। দুটি ছবিতেই অভিনয় করেছিলেন বরুণ। কিন্তু পরিচালক এক হওয়া সত্ত্বেও মানুষের পছন্দের তালিকায় নাম লেখাতে পারেনি ছবি দুটি। এবার দেখার পালা এই ছবিতে কেমন ম্যাজিক দেখাতে পারবেন বরুণ।