দীপিকা পাড়ুকোন সম্প্রতি সিনেমায় থাকা মহিলা চরিত্রগুলো নিয়ে কথা বললেন। সেখানেই তিনি জানালেন যে সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বলিউডি ছবিতে মহিলা চরিত্রগুলোর পরিবর্তন হয়েছে। কিন্তু একি! সেই কথা বলার পরই কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী! কেন?
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
আরও পড়ুন: জল্পনার অবসান, অগস্টেই আসছে ধূমকেতু! কবে শুভ মুক্তি দেব শুভশ্রীর ছবির?
কী ঘটেছে?
মেরি ক্লেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন সম্প্রতি জানিয়েছেন যে সিনেমায় আর মহিলাদের কেবল প্রপস হিসেবে বা যৌন আবেদন রাখতে ব্যবহার করা হয় না। বরং মহিলাদের চরিত্রে বিরাট বদল লক্ষ্য করা গিয়েছে। পাঠান খ্যাত অভিনেত্রীর কথায়, ' মহিলাদের চরিত্রগুলো অনেক উন্নত হয়েছে। এখন যেভাবে এই চরিত্রগুলো লেখা হয় আর বছর দশকে আগে আমি যখন আমার কেরিয়ার শুরু করি তখন যেভাবে লেখা হতো তাতে বিস্তর ফারাক। আর আমার মনে হয় এই বদলটাই আমায় অনুপ্রেরণা জুগিয়েছে আমি যে চরিত্রগুলো করি তাতে নতুন দিক তুলে ধরার জন্য। এতে লুকোছাপার কিছু নেই যে অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করার হতো প্রপস হিসেবে, সাজানোর জন্য বা একটু কমেডি বা একটু যৌন আবেদন রাখার জন্য। সেখানে থেকে এখনকার মহিলা চরিত্রগুলোর নিজেদের বক্তব্য আছে, আসলেই বদল আনছে। আমি এই বদলটা নিজে দেখেছি।'
আর এই কথা বলারই পরই কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। প্রশ্ন তোলা হচ্ছে ২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান ছবিতে তাঁর চরিত্র রুবাই নিয়ে। এক ব্যক্তি এই বিষয়ে তাঁকে কটাক্ষ করে লেখেন 'তাও উনি পাঠান করেছেন।' আরেকজন লেখেন, 'আপনি শান্তিপ্রিয়া দিয়ে শুরু করে এখন রুবাই করছেন।' তৃতীয় ব্যক্তির মতে, 'আমি এটা দেখে মুগ্ধ হয়ে যাই যে দীপিকা যাই বলুন না কেন তার কোনও সারমর্ম থাকে না। জেনেরিক, সাধারণ মানের ভুলভাল কথা বলেন। কিন্তু উনি এত গম্ভীর হয়ে, আস্তে আস্তে বলেন যেন কত গম্ভীর কিছুই না বলছেন!' আরেক ব্যক্তি দীপিকাকে উপদেশ দিয়ে লেখেন, 'যেটা লোককে বলছেন, শেখাচ্ছেন সেটা নিজেও অভ্যাস করুন।'
আরও পড়ুন: ‘উড়ান’ শেষ হতে না হতেই নতুন রূপে ফিরলেন প্রতীক! ‘দাদামণি’র আগমনে কপাল পুড়ল কার?
প্রসঙ্গত ২০২৪ সালে মা হয়েছেন দীপিকা। এখনও মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে নতুন প্রজেক্টে কামব্যাক করেননি বা নতুন কাজ ঘোষণা করেননি। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁকে নাকি শাহরুখ খানের ছবি কিংয়ে দেখা যাবে।