দেবের খাদান যেন এখন অপ্রতিরোধ্য। দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে বক্স অফিস কালেকশন। আর এবার সেই ছবির আয়ের হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। প্রজাপতির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল খাদান।
আরও পড়ুন: আশা জাগিয়েও গোল্ডেন গ্লোবস পেল না পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট, কোন বিভাগে কোন ছবি পুরস্কৃত হল?
কী ঘটেছে?
এদিন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে খাদান ছবির হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। কীভাবে? খাদান প্রজাপতি ছবিটির লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেল তাও মাত্র ১৭ দিনেই। বর্তমানে খাদান ব্যবসার নিরিখে চতুর্থ সর্বোচ্চ আয় করা বাংলা ছবি। এটার আগে প্রথমে আছে অ্যামাজন অভিযান সেই ছবি মোট আয় ৪৮ কোটি ৬৩ লাখ, চাঁদের পাহাড় যার আয় ২২ কোটি ৫০ লাখ এবং তৃতীয় স্থানে আছে বহুরূপী যার আয় ২০ কোটি ২৫ লাখ টাকা। ফলে সর্বোচ্চ ব্যবসা করা ছবির প্রথম তিনটের দুটোই দেবের ছবি।
খাদান ছবির আয়
তৃতীয় সপ্তাহের গোড়াতেই খাদান ১৩ কোটি টপকে যাবে বলে মনে করা হচ্ছে। প্রথম সপ্তাহে দেবের এই ছবি বক্স অফিসে ৬ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে, দ্বিতীয় সপ্তাহের আয়ের পরিমাণ ৪ কোটি ৭০ লাখ টাকা। আর তৃতীয় সপ্তাহে এখনও পর্যন্ত এই ছবিটি ১ কোটি ৬৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে খাদান ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯৫ লাখ টাকায়।
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।
দেবের আগামী কাজ
বহুদিন ধরে ঘোষিত হওয়ার পর রঘু ডাকাত নিয়ে নানা জটিলতায় কারণে হয়ে ওঠেনি ছবিটি। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এই বছরের পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছবিটি। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। এছাড়া নতুন বছরেই সুখবর শুনিয়েছেন দেব। জানিয়েছেন ২০২৪ সালে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী এবং তাঁর ত্রয়ীর ছবি মিস গেলেও ২০২৫ সালে আসছেই তাঁদের নতুন ছবি। আর সেই ছবির নাম প্রতীক্ষা হবে না। বরং নাম রাখা হয়েছে প্রজাপতি ২।