জি বাংলার একাধিক ধারাবাহিক শেষের খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এমনকী, টিআরপি টপার হওয়া জগদ্ধাত্রী, পরিণীতা, ফুলকিদেরও বাদ দিচ্ছেন না নিন্দুকরা। যদিও সেদিক থেকে দেখত🥃ে গেলে, মিত্তির বাড়ির টিআরপি সত্যিই কম। সেরা দশে মোটামুটি নিজের জায়গা ধরে রাখতে 𒅌পারলেও, স্লট হারাচ্ছে ক্রমাগত চিরসখা-র কাছে। তাহলে কি শেষের মুখে ধ্রুব আর জোনাকির গল্প?
এই নিয়ে সিরিয়🅺ালের নায়িকা জোনাকি অর্থাৎ পারিজাত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি একপ্রকার উড়িয়েই দেন ধারাবাহিক বন্ধ হতে চলার খবর। জানান যে, ‘না না এটা সম্পূর্ণ ভুল খবর। আমরা এখনো খুব ভালো করে শ্যুটিং করছি। আর আশা করছি আরও কিছুদিন শ্যুটিং করার সুযোগ পাব।’
অর্থাৎ এখনই বন্ধ হচ্ছে না মিত্তির বাড়ি। যা নিঃসন্দেহে আদৃত-পারিজাতের ভক্তদের কাছে খুশির খবর। কিন্তু ধ্রুব আর জোনাকির মাখোমাখো রোম্যান্স, সেটা কবে দেখবেন দর্শকরা? পারিজাত জানালেন যে, ‘ধ্রব আর জোনাকির রোম্যান্স তো অবশ্যই আসꦏবে। সেটা যেমন গল্প এগোবে, তেমন আসবে। তবে আমার মনে হয়, দর্শকꦓ এই মান-অভিমানটা বেশি পছন্দ করে, রোম্যান্সের চেয়ে।’
‘রোম্যান্স তো আমরা সবসময়ই দেখি। ভালোবাসা বলতে আসলে রোম্যান্স যতটা, ততটাই মান-অভিমান। যত্ন, একটা ভরস🃏ার জায়গা। এসব না থাকলে আর ভালোবাসা কীভাবে আসবে। আমারমনে হয় এগুলোও ভালোবাসারই একটা পর্যায়।’, আরও জানান পারিজাত।
আরও পড়ুন: সুহানার মা রানি, থাকবেন দীপিকা-অভিষেক-অনিল…! শাহরুཧখের কিং-এর 🍸সম্পূর্ণ স্টার কাস্ট এল সামনে
বর্তমানে একাধিক নতুন মেগা শুরুর খবর রয়েছে জি বাংলাতে। আসার কথা আছে ꧋ইচ্ছাধারী নাগকন্যা, রাণী ভবানী, কুসুমের মতো মেগা। এরমধ্যে কুসুমের প্রোমো এরমধ্য🧜েই এসেছে সামনে। হয়তো টেলিকাস্টও শুরু হবে এই মাসের শেষ ব জুনের শুরু থেকেই। আর এতগুলো নতুন প্রোজেক্ট শুরু মানেই, পুরনোদের শেষ করার পালা।
টেলিপাড়ার ভিতরের খবর, তুই যে আমার হিরো, মিত্তির বাড়ি, দুগ্গামণি ও বাঘমামা নিয়ে যতটা 💎সাফল্য আশা করা হয়েছিল, তা না পেয়ে বেশ হতাশ চ্যানেল। নম্বরের দিক থেকে তিন জনেরই অবস্থা বেশ খারাপ। তাই রাখা হচ্ছে কড়া নজরে। এছাড়াও আনন্দী বন্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে। টি🌜আরপি-তে জলসাকে মাত দিতে, কোনো ফাঁক রাখতেই রাজি নয় চ্যানেল। যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।